Home » ভালোবাসার সপ্তাহের পঞ্চম দিনে কি প্রতিজ্ঞা করলেন আজ ?

ভালোবাসার সপ্তাহের পঞ্চম দিনে কি প্রতিজ্ঞা করলেন আজ ?

সময় কলকাতা ডেস্ক : চলছে প্রেমের মাস, ভালোবাসার মাস, ভ্যালেন্টাইন উইক শুরু হয়ে গিয়েছে। ভালোবাসার সপ্তাহ শুরু হয় রোজ ডে দিয়ে। তারপর একে একে আসে নানান রকম প্রেমের দিবস আর তাই নিয়ে হুলোরে মেতে থাকে কচিকাঁচা থেকে বুড়ো বুড়ির দল। প্রতিদিনের কাজ কর্মের মধ্যে দিয়ে ভালোবাসা কোথায় যেন হারিয়ে যায়, ফিকে হয়ে আসে সে ভালোবাসা। ফিকে হয়ে যাওয়া প্রেমে নতুন করে প্রাণ দিতে এই দিনগুলির বেশ গুরুত্ব রয়েছে আমাদের জীবনে। আজ ১১ই ফেব্রুয়ারি, ভালোবাসার সপ্তাহের পঞ্চম দিন। আজ হল প্রমিস ডে। আজ ভালোবাসার মানুষকে জানান সঙ্গে থাকার প্রতিশ্রুতি। এই দিনটিতে একে অপরকে প্রতিশ্রুতি দিয়ে থাকেন ভালোবাসার বন্ধনে জড়িয়ে থাকা মানুষগুলি। কিন্তু শুধু প্রতিশ্রুতি নয় সেই প্রতিশ্রুতিকে সত্যি করার দায়িত্ব আপনারই।তবে হ্যাঁ যদি ভালোবাসার মানুষ নাও বা থাকে তবুও প্রতিজ্ঞা করুন নিজের কাছে। নিজের জীবনকে সুন্দর করে তুলুন। নিজের পরিবারের পাশে থাকুন। একজন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করুন আজ।

About Post Author