সময় কলকাতা ডেস্ক: দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ক্রমশ দূর্বল হচ্ছিল নদীবাঁধ।এরপর আচমকাই ধ্বস নেমে বসে গিয়েছে নদীপাড়ের প্রায় ৩০০ মিটার রাস্তা।পিচের রাস্তা প্রায় হাঁটু সমান বসে যাওয়ায় আতঙ্কিত পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রূপনারায়ণ নদী লাগোয়া দেনান গ্রামের বাসিন্দারা।রাস্তার একাংশ বসে যাওয়ায় কার্যত বন্ধ হয়ে গিয়েছে নদীর পাড় দিয়ে যাতাযাত। আচমকা বাঁধের এই ধ্বস দেখতে ভিড় জমিয়েছেন এলাকার মানুষ। পাশাপাশি ফের জোয়ার এলে বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্রমশ দূর্বল হতে থাকা নদীবাঁধ সংস্কারের জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন কোলাঘাটের বাসিন্দারা। কিন্তু বাসিন্দাদের আবেদনে কর্ণপাতই করেনি প্রশাসনের আধিকারিকরা।এরপর ৬ ফেব্রুয়ারি প্রথম রূপনারায়ণ নদীর বাঁধে দেদান গ্রামের কাছে ফাটল দেখা যায়।
এলাকাবসীর অভিযোগ, নদী বাঁধের পিচ রাস্তায় ফাটল দেখা দেওয়ার পরেই ব্লক প্রশাসন ও সেচ দপ্তরের আধিকারিকদের কাছে দ্রুত বাঁধ মেরামতির জন্য আমরা জানিয়েছিলাম। কিন্তু তারপরেও প্রশাসন বাঁধের ফাটল মেরামতির জন্য কোনও উদ্যোগ নেয়নি।তাই কংক্রিটের গার্ডওয়াল ভেঙে প্রায় ৩০০ মিটার রাস্তা কোথাও একহাঁটু আবার কোথাও তারও বেশি গর্ত হয়ে গিয়েছে।ফলে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দ্রুত বাঁধ মেরামতি না করলে যে কোনও সময়েই ভেঙে পড়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।
More Stories
পথকুকুরদের খেতে দেওয়া যাবে না, সল্টলেকে মহিলাকে মার!
জেলায় জেলায় মেডিক্যাল কলেজের দায়িত্ব ছেড়ে কলকাতার মিছিলে চিকিৎসকরা! ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শশীর
রাজ্য বাজেটে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা হবে?