Home » আজকের দিনে

আজকের দিনে

আজকের দিন কেন স্মরণীয়?

১২ জানুয়ারি, শনিবার

আজ যে বিখ্যাত ব্যক্তিদের জন্মদিন :

সময় কলকাতা ডেস্ক :

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা

১৬৩৫ – দারাশুকো কান্দাহারের বিরুদ্ধে তৃতীয় অভিযান চালান।

১৮১৮ – চিলি স্পেন থেকে আলাদা হয়ে স্বতন্ত্র স্বাধীনত রাষ্ট্র হয়

১৮৭৭ – প্রথম টেলিফোনে সংবাদ প্রদান শুরু হয়।

১৯১২ – মাঞ্চু রাজতন্ত্র উৎখাতের পর চীন প্রজাতন্ত্রে পরিণত হয়।

১৯৬১ – শুক্র গ্রহের দিকে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক ভেনেরা ১ উৎক্ষেপণ।

১৯৭৩ – উত্তর ভিয়েতনাম প্রথম মার্কিন যুদ্ধবন্দি দলকে মুক্তি প্রদান করে।

১৯৯৭ – বাংলাদেশ-ভারত জলচুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯৮ – বিমান দুর্ঘটনায় সুদানের প্রথম ভাইস প্রেসিডেন্ট লে. জে. আল বুজায়ের ও তথ্যমন্ত্রী ইব্রাহিম নিহত।

আজ যে বিখ্যাত ব্যক্তিদের জন্মদিন :

১৮০৯ – চার্লস ডারউইন, ইংরেজ জীববিজ্ঞানী; বিবর্তনবাদের জনক।

১৮০৯ – আব্রাহাম লিংকন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।

১৮২৪ – দয়ানন্দ সরস্বতী হিন্দু ধর্ম গুরু ও সমাজ সংস্কারক এবং আর্যসমাজের প্রতিষ্ঠাতা।

১৮৭১ – দীনবন্ধু চার্লস এন্ড্রুজ ভারতের স্বাধীনতা সংগ্রামের একনিষ্ঠ সেবক।

১৯১৯ – সুভাষ মুখোপাধ্যায়, ভারতের বাঙালি পদাতিক কবি।

১৯২০ – প্রাণ, ভারতীয় অভিনেতা

১৯৪৩ – আখতারুজ্জামান ইলিয়াস, বাংলাদেশী কথাসাহিত্যিক।

 

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা
১৯৩৪ – ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী সূর্য সেন মৃত্যুবরণ করেন।

১৯৭৮ – শিশুসাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্র প্রয়াত হন।

১৯৮০ – ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার প্রয়াত হন।

About Post Author