Home » ভোটে বিক্ষিপ্ত অশান্তি আসানসোলে

ভোটে বিক্ষিপ্ত অশান্তি আসানসোলে

সময় কলকাতা ডেস্ক: ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার পরেই আসানসোল কর্পোরেশনের একাধিক ওয়ার্ডে বুথ জ্যামের অভিযোগ বিরোধীদের। শনিবার সকালে ভোট গ্রহণ শুরুর পরেই ১০ নম্বর ওয়ার্ডের একাধিক বুথে ভোটারদের লম্বা লাইন দেখা য়ায়।পুলিসের সামনেই সাসকদলের বহিরাগত দুষ্কৃতীরা বুথ জ্যাম করে ছাপ্পা ভোট দিচ্ছে বলে অভিযোগ আনেন ওই ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী। কংগ্রেসের অভিয়োগ প্রচুর পুলিশ মোতায়েন করা হলেও তারা শাসকদলের কথামতোই কাজ করছে। তাই ভোট শুরুর পরেই ছাপ্পা চললেও তারা কোনও ব্যবস্থা নিচ্ছে না।

প্রসঙ্গত, শনিবার সকাল থেকেই আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডে ভোট গ্রহনের কাজ শুরু হয়েছে। প্রতিটি বুথের সামনেই মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ। কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হলেও শাসকদল তাদের কাজে লাগিয়ে নিজেদের মতো ভোট করাচ্ছে বলে অভিযোগ আনছে সিপিএম। তাঁদের দাবি, শুধু নিঘা নয় সমস্ত জায়গায় পুলিশ শাসক দলের কথামতো কাজ করছে।

 

সকাল থেকেই অবাধে বুথ জ্যাম ও ছাপ্পা ভোট চলছে।বহু ভোচার ভোট কেন্দ্রে হাজির হওয়ার আগেই তাদের ভোট পড়ে গেছে। আসানসোল পুরসভার ৭৯ নম্বর ওয়ার্ডে বামেদের বুথ ক্যাম্প ভেঙে দেওয়ার অভিয়োগ শাসক দলের বিরুদ্ধে ।বহিরাগত দুষ্কৃতী এনে হামলা চালানো হয় অভিয়োগ বাম সমর্থকদের।

যদি সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানান শাসক দল।তাদের দাবি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে । কিন্তু শান্তিপূর্ণ পরিবেশ কে অশান্ত করার চেষ্টা করছে বিরোধীরা।

 

 

About Post Author