সময় কলকাতা ডেস্ক : আসন্ন পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে শহর বহরমপুরে হিংসা ও সন্ত্রাসের অভিযোগে রাতভর প্রার্থীদের আগলে রাখার পর অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের দপ্তরে মিছিল করে গেলেন মুর্শিদাবাদের ‘রবিনহুড অধীর রঞ্জন চৌধুরী। এদিন তিনি বহরমপুর পুরসভার সমস্ত প্রার্থীদের সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপারের সঙ্গে দেখা করে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আবেদন জানান তিনি।পাশাপাশি বহরমপুরে ইতিমধ্যেই বিভিন্ন কংগ্রেস প্রার্থীর বাড়িতে গুলিসহ প্রার্থীদের উপর হামলা চালানোর প্রতিবাদে দোষীদের উপযুক্ত শাস্তির আওয়াজও তোলেন তিনি। এদিন তিনি মিছিল করে এসপি অফিসের সামনে এসে জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন। সুপারের সঙ্গে সাক্ষাতের পর তিনি জানান, ‘পুলিশ সুপার সকল প্রার্থীদের অভিযোগ শুনেছেন, তবে তিনি কি করবেন তা তিনি জানেন। তবে আন্দোলন জারি থাকবে, আমাদের শেষ অস্ত্র অনশন অবস্থান।
প্রসঙ্গত, ৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পার হওয়ার পর থেকেই বহরমপুর শহরের একাধিক কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শুধু তাই নয় এক প্রার্থীর বাড়িতে গুলিও চালিয়েছে কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। হামলাকারীরা তৃণমূল আশ্রিত বলেই বারবার দাবি করেছে কংগ্রেস। ঘটনাগুলি নিয়ে থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনও পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার তো দূরের কথা চিহ্নিত পর্যন্ত করতে পারেনি। তাই আতঙ্কে কংগ্রেস প্রার্থীরা বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। কংগ্রেস প্রার্থীরা জানান, দুষ্কৃতী হামলা থেকে বাঁচতে তাঁরা ভোট পর্যন্ত দলীয় কার্যালয়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে জেলার পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ অধীরের

More Stories
হুগলিতে সোনার দোকানে কাজের প্রলোভন দেখিয়ে যুবককে অপহরণ!
মহেশতলার রবীন্দ্রনগরের আইসি-কে পাঠানো হল দার্জিলিঙ
পুরসভারর উদ্যোগে ৫২ টি পানীয় জলের মেসিন বসছে হালিশহরে