Home » রামপুরহাট পুরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৫ টি ওয়ার্ডে জয়ী তৃণমূল , নির্বাচন হবে ১৩ টি ওয়ার্ডে

রামপুরহাট পুরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৫ টি ওয়ার্ডে জয়ী তৃণমূল , নির্বাচন হবে ১৩ টি ওয়ার্ডে

অমলেন্দু মন্ডল, বীরভূম, সময় কলকাতাঃ আগামী ২৭ শে ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পুরসভা নির্বাচন। বীরভুম জেলার সিউড়ি, সাইথিয়া দুটি পুরসভাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড দখল করেছে তৃণমূল কংগ্রেস। শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে, রামপুরহাট পুরসভা নির্বাচনে ১৮ টি ওয়ার্ডের মধ্যে ৫ টি ওয়ার্ড বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস। বাকি ১৩ টি ওয়ার্ডে ভোট হবে ২৭ শে ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হতেই জোড় কদমে নির্বাচনী প্রচারে নেমে পরেছে তৃণমূল কংগ্রেস। রামপুরহাট ১৪ নং ওয়ার্ডের তৃনমূল প্রার্থী,শুদ্ধোধন ব্যানার্জীর সমর্থনে শনিবার বিকেলে উপস্থিত হন বীরভূম জেলা তৃণমূল মহিলা সভাপতি সাহারা মন্ডল।রামপুরহাট শহর তৃণমূল মহিলা কমিটি ও ১৪ নং ওয়ার্ড মহিলা তৃণমূল কমিটিকে নিয়ে পাড়ায় পাড়ায় প্রচার করেন মহিলা তৃণমূলবাহিনী। প্রার্থী শুদ্ধোধন ব্যানার্জী জানান আমি ১৯৯০ সাল থেকে নির্বাচনে লড়াই করছি কংগ্রেস প্রার্থী হয়ে, আমি চেয়ারম্যান ও ছিলাম, পরে তৃণমূলে এসেছি, কোনদিনও জেলা নেতৃত্ব আমার ভোট প্রচারে আসেনি।  এবার মহিলা তৃণমূল জেলা সভাপতি এসেছেন আমি চরম খুশী। জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি সাহারা মন্ডল জানান, আমরা জেলা সভাপতি অনুব্রত মন্ডলের নির্দেশ মতো প্রতিটি ওয়ার্ডে প্রচার করছি, মানুষের কাছে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার অনুরোধ জানাচ্ছি, মানুষের কাছে সাড়াও পাচ্ছি ব্যাপক। বর্তমান সরকার তথা মুখ্যমন্ত্রীর উন্নয়নে মানুষ চরম খুশী। সকলেই সে কথা বলছেন। আমরা আশাবাদী সমস্ত জায়গায় আমরা ব্যাপক ভোটে জয়ী হবো। এদিনের প্রচারে উপস্থিত ছিলেন রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শংকরী ব্যানার্জী সহ, অন্যান্য সদস্যরা।

About Post Author