Home » পুলিশের গাড়িতে টিএমসির স্টিকার তো থাকবেই, পুর ভোটে হিংসার ঘটনা নিয়ে কটাক্ষ দিলীপের

পুলিশের গাড়িতে টিএমসির স্টিকার তো থাকবেই, পুর ভোটে হিংসার ঘটনা নিয়ে কটাক্ষ দিলীপের

সময় কলকাতা ডেস্কঃ   পুর ভোটে বহিরাগত আর হিংসার ঘটনা নিয়ে সোচ্চার হলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। শনিবার বেলা ১১ঃ৪০ নাগাদ খড়গপুর হিজলি স্টেশনে পৌছান তিনি।নিজের সংসদীয় এলাকায় পৌছেই চার কর্পোর্রেশন ভোটেই লুঠপাট চলছে বলে অভিযোগ করেন। খড়্গপুরের হিজলি স্টেশন এ নেমে বিধান নগর ও শিলিগুড়ি পুরনিগমের ভোটে বহিরাগতের উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এদিন বলেন, এই জন্যই এই রাজ্যে নির্বাচনের জন্য আমরা বারবার কেন্দ্রীয় বাহিনীর কথা বলেছি । দেখুন যেটা আশংকা করে সেন্ট্রাল ফোর্স চাওয়া হয়েছিল, তাই হচ্ছে।আমারা চেয়ে ছিলাম ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে। কিন্তু সকাল থেকে যা দেখা যাচ্ছে, বহু ফলস ভোটার এসেছে বাইরে থেকে।আমাদের কর্মী ও  সংবাদ মাধ্যম তাড়া করে ফলস ভোটাদের ধরেছে। কোথাও পুলিশকে দেখতে পাওয়া যাচ্ছে না । অভিযোগ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। তাঁর দাবী এই জন্যই আমরা বলেছিলাম পুলিশ থাকলেও ভোট হবে না। তাঁর অভিযোগ পুলিশ টিএমসির ক্যাডারদের মতন কাজ করছে এই কর্পোর্রেশন ভোটে । আর পুলিশের সামনেই বিজেপি কর্মীদের আটকানো ভয় দেখানো সবই করছে শাষক দল। তাঁর দাবি এটা শান্তিপূর্ণ ভোট নয় । বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এদিন বলেন কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবাংলার জন্য সব সময় আমরা ডিমান্ড করি। রাজ্য পুলিশের উপরে আমাদের ভরসা নেই। পুলিশের সামনে এ সমস্ত উল্টোপাল্টা কাজ হচ্ছে।চলছে ভোটে লুটপাটও। দিলীপ ঘোষের হুশিয়ারী “সামনের পুরভোটে। জেলাতে এইভাবে আমরা কিন্তু লুট করতে দেবো না কাউকে”। তিনি আরো বলেন রাজ্যে এটা কমন সিনারিও। আপনারা দেখেছেন বেশ কয়েকটি পুরসভায় নমিনেশন ফাইল করতে দেয়নি। কনটেস্টও করতে দেয়নি।  বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে তৃণমুল কংগ্রেস । তাই আমরা মাঠে আছি। আসানসোলে স্টিকার কান্ড নিয়েও সোচ্চার হন দিলীপ ঘোষ। এই দিন তিনি কটাক্ষের সুরে বলেন “আমি বলেছি পুলিশ এই রাজ্যে তৃণমূলের ক্যাডার। পুলিশের গাড়িতে টিএমসির স্টিকার তো থাকবেই। আর ব্যারাকপুর প্রশাসনিক অফিসে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে তদারকি করতে রাজ্যের বনমন্ত্রী ও তৃণমুল কংগ্রেসের নেতা জ্যোতিপ্রিয় মল্লিক কর্পোর্রেশন ভোটে পুলিশের ভূমিকাকে দরাজ সার্টিফিকেট দিলেন।এক কদম এগিয়ে তাঁর দাবি রাজ্য পুলিশই যথেষ্ট সুন্দর ভাবে ভোট করাচ্ছে। তাই এই রাজ্যে কখনই কেন্দ্রীয় বাহিনীর দরকার নেই।রাজ্য পুলিশই যথেষ্ট শান্তি পূর্ণভাবে ভোট  করাতে।

About Post Author