Home » রাস্তায় ফেলে পাথর দিয়ে থেঁতলে খুনের চেষ্টা ব্যবসায়ীকে

রাস্তায় ফেলে পাথর দিয়ে থেঁতলে খুনের চেষ্টা ব্যবসায়ীকে

সময় কলকাতা ডেস্ক : রাতে কাজ থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় পাথর দিয়ে থেঁতলে  খুনের চেষ্টা ব্যবসায়ীকে। শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার সিরাজপুর গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে।। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা  এসে রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে।এরপর মহিউদ্দিন মিদ্দে নামে ওই ব্যবসায়ীকে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।ওই ঘটনায় মহিউদ্দিনসাহেব বাবুসোনা গাজী নামে এক ব্যাক্তির বিরুদ্ধে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেছেন।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।  ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

মহিউদ্দিন মিদ্দে জানান, শুক্রবার রাতে হোটেল বন্ধ করে বাইকে বাড়ি ফেরার সময় সিরাজপুরের কাছে ওই যুবকের সঙ্গে তাঁর দেখা হয়। ওই যুবককে অশ্লীল মেসেজ পাঠানোর কথা জিজ্ঞেস করলে যুবক অস্বীকার করে। তারপরই দজজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।অভিযোগ, সেই সময় বাবুসোনা রাস্তার ধারে পড়ে থাকা পাথর দিয়ে ওই ব্যবসায়ীর মাথায় এলোপাতাড়ি আঘাত করতে শুরু করে। এরপর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পুলিস সূত্রে জানা গিয়েছে,আমলানি গ্রাম পঞ্চায়েতে ঢোলটূকারি গ্রামের বাসিন্দা মহিউদ্দিন মিদ্দের হোটেলোর ব্যবসা রয়েছে।তালপুকুর বাজারে হোটেলের পাশাপাশি তিনি একটি রেস্টুরেন্টও চালান।চার পাঁচ মাস ধরে সুন্দরী যুবতীর ছবি ব্যবহার করে বাবুসোনা গাজী নামে এক যুবক অশ্লীল, কুরুচিকর ছবি এবং নোংরা কথা লিখে ব্যবসায়ীর মোবাইলের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছিল।ওই যুবকের নম্বর ও অ্যকাউন্ট ব্লক করেও নিস্তার পায়নি ওই ব্যবসায়ী। অভিযোগ তারপরেও অন্য নম্বর থেকে মেসেঞ্জারে একইভাবে অশ্লীল ছবি পোস্ট করত ওই যুবক। পরিচয় জানতে মহিউদ্দিনসাহেব মোবাইলে ট্রুকলারের সাহায্য নেন। তারপরেই তিনি বুঝতে পারেন  প্রতিবেশী যুবক বাবুসোনা তাঁকে একাধিক মোবাইল ফোন ব্যবহার করে এইসব মেসেজ পাঠাচ্ছে।

 

 

 

About Post Author