সময় কলকাতা ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের সমস্ত শীর্ষপদাধিকারিদের পদ বাতিল করা হল। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সভানেত্রীর পদ অক্ষুন্ন রইল। আর এই পদ গুলির অবলুপ্তি ঘটালেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। শীর্ষপদাধিকারিদের পদ অবলুপ্তি ঘটিয়ে বদলে গড়া হল ২০ জনের জাতীয় কর্মসমিতি।এর ফলে বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রইলেন না। পার্থ নিজেও যেমন দলের মহাসচিব থাকলেন না, তেমনই রাজ্য সভাপতি থাকলেন না সুব্রত বক্সিও। শনিবার বিকেলে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই বৈঠকে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি,, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন বৈঠক শেষে পার্থবাবু ১৯ জনের জাতীয় কর্মসমিতির তালিকা ঘোষণা করেন। তিনি জানান জাতীয় কর্মসমিতি এই ১৯ জন, যারা দলের কাজ দেখাশোনা করবেন। এই কর্মসমিতির শীর্ষে রইলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।
- মমতা বন্দ্যোপাধ্যায়
- অমিত মিত্র
- পার্থ চট্টোপাধ্যায়
- সুব্রত বক্সি
- ফিরহাদ হাকিম
- সুদীপ বন্দ্যোপাধ্যায়
- অভিষেক বন্দ্যোপাধ্যায়
- শোভনদেব চট্টোপাধ্যায়
- বুলুচিক বরাইক
- চন্দ্রিমা ভট্টাচার্য
- কাকলি ঘোষদস্তিদার
- সুখেন্দুশেখর রায়
- জ্যোতিপ্রিয় মল্লিক
- অসীমা পাত্র
- মলয় ঘটক
- রাজীব ত্রিপাঠী
- অনুব্রত মণ্ডল
- গৌতম দেব
- অরূপ বিশ্বাস
- যশবন্ত সিং
বৈঠক শেষে পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তৃণমূলের জাতীয় কর্মসমিতি চূড়ান্ত হয়েছে। কোন পদে কে থাকবেন তা পরে ঠিক করবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেই তালিকা জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে।
More Stories
১৮০ ডিগ্রি ঘুরে পাল্টি খেলেন মমতা! বিজেপিকে রুখতে এবার ঐক্যের বাণী মমতার মুখে
বিকাশ ও সুশাসনের জয়’, দিল্লিতে গেরুয়া ঝড়ে বার্তা মোদির, আপকে ‘বেইমান’ তোপ মোদির
হিন্দুদের ধর্ম বিশ্বাসকে আক্রমণ কংগ্রেস সভাপতির, অভিযোগ সম্বিত পাত্রর