সময় কলকাতা ডেস্কঃ বেশ কিছুদিন আগে ভেজাল দুধ তৈরির অভিযোগে গ্রেপ্তার হন এক ব্যক্তি। সেই আসামিকে সঙ্গে নিয়ে সিঙ্গুরের সন্ন্যাসী ঘাটায় মেট্রো ডেয়ারি দুধের কালেকশনস কাউন্টারে হানা দেয় পুলিশ। মেলে সাফল্য, আটক করা হয় মেট্রো ডেয়ারি দুধের কালেকশনস কাউন্টারের ম্যানেজারকে।
পুলিশ সূত্রে জানা গেছে, কিছু দিন আগেই বলাগর থেকে ভেজাল দুধ তৈরির অভিযোগ পেয়ে হাতে নাতে তিন জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় পাম অয়েল, লিকুইড গ্লুকোজ, চিনি, বিভিন্ন ধরণের ক্যামিকেল পদার্থ। এই সমস্ত দ্রব্য মিশিয়ে তৈরি করা হত ভেজাল দুধ এবং তা গরুর দুধ হিসাবে বাজারে বিক্রি করা হত বলে দাবি পুলিশের। অভিযোগের ভিত্তিতে শুভাশীষ ঘোষ এবং তার স্ত্রী ও বৌমাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে পাঠানোর পর শুভাশীষ ঘোষকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যায় পুলিশ।
আসামি শুভাশীষ ঘোষের দেওয়া সূত্র ধরে সিঙ্গুরে সন্ন্যাসী ঘাটায় মেট্রো ডেয়ারি দুধের কালেকশনস কাউন্টারে হানা দেয় পুলিশ। সেখানে শুভাশীষ ভেজাল দুধ যোগান দিত বলে পুলিশের কাছে স্বীকার করে। সেই সূত্র ধরেই শুভাশীষকে নিয়ে সিঙ্গুরের সন্ন্যাসী ঘাটায় মেট্রো ডেয়ারি দুধের কালেকশনস কাউন্টারে হানা দিয়ে ওই কাউন্টারের ম্যানেজার দীপঙ্কর ডোকালকে আটক করে পুলিশ। সেখানে থেকে দুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
More Stories
পুজোর আগেই রক্তাক্ত বীরভূম, কয়লাখনির বিস্ফোরণে মৃত ৭
গোপনে আপত্তিকর ভিডিও তুলে ব্ল্যাকমেইল, একাধিক বার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
জয়নগর কাণ্ডের ময়নাতদন্ত হবে আজ, মৃতদেহ নিয়ে পুলিশ হাজির কল্যাণী এমসে