সময় কলকাতা ডেস্ক: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য ১৬ জন ফুটফুটে শিশুকে অপহরণ করে তুলকালাম কাণ্ড ঘটালেন ইয়ামি গৌতম ।প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে কথা বলতে রাজি না হলে, এক ঘন্টার মধ্যে সব শিশুকে মেরে ফেলবেন এমন হুমকি দিলেন অভিনেত্রী।
চমকে গেলেন? সত্যি নয় সবটাই অভিনয়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই এক ছবির ট্রেলার। ছবির নাম ‘এ থার্সডে’। মাত্র ২ মিনিট ২১ সেকেণ্ডের এই ঝলকে চেনাই যাচ্ছেনা ইয়ামি গৌতমকে।হাড় হিম করা ভিডিওতে দেখা যাচ্ছে, থানায় ফোন করে নিজের পরিচয় দিয়ে কোলাবা লিটল ডটস প্লে স্কুলের একজন শিক্ষিকা নয়না জয়সওয়াল জানান, ১৬ জন খুদে পড়ুয়াকে স্কুলের মধ্যেই আটকে রেখেছেন তিনি। শর্তসাপেক্ষে তিনি শিশুদের ছাড়বেন। প্রথমেই পুলিস অফিসার জাভেদ খানের সঙ্গে কথা বলতে চান ওই শিক্ষিকা। এক ঘন্টার জন্য চান ৫ কোটি টাকা। তা না দিলে এক করে ফুটফুটে শিশুদের গুলি করে মেরে ফেলার হুমকি দেন ইয়ামি।
এরপর ওই শিক্ষিকা দাবি করেন যে, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। আর যদি তিনি কথা না বলেন, তবে এই শিশুদের মৃত্যুর দায় নেবেন মাননীয় প্রধানমন্ত্রী। ট্রেলার দেখে বাড়তে থাকে উত্তেজনার পারদ। থ্রিলার ঘরানার এই ছবিতে একেবারে ভিন্ন অবতারে ধরা দেবেন ইয়ামি।আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ডিজনি প্লাস হটস্টারে সম্প্রচারিত হবে এ থার্সডে। এই ছবিতে রয়েছেন নেহা ধুপিয়া, অতুল কুলকার্ণি এবং ডিম্পল কাপাডিয়া। এসিপি ক্যাথরিন আলবাজের চরিত্রে নেহাকে এবং প্রধানমন্ত্রীর ভূমিকায় রয়েছেন ডিম্পল।
More Stories
Govinda: নিজের বন্দুকেই গুলিবিদ্ধ গোবিন্দা, এখন কেমন আছেন?
Mithun Chakraborty: ‘দাদা সাহেব ফালকে’ পাচ্ছেন বাংলার মহাগুরু
শর্ট ফিল্ম নিয়ে বিতর্ক তুঙ্গে! দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক