সময় কলকাতাঃ গত কয়েকদিন ধরেই দেশে লাগাতার নিম্নমুখী করোনার গ্রাফ।এদিন দৈনিক সংক্রমণ কমে ৫০ হাজারের নীচে নেমেছে।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৮৭৭ জন। যা আগের দিনের থেকে অনেক কম।পাশাপাশি কমছে করোনায় আক্রান্তের মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৮৪ জনের । দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৮ হাজার ৬৬৫ জন ।কমেছে পটিজিভিটি রেটও কমে ৩.১৭ শতাংশ হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৫ লক্ষ ৩৭ হাজার ৪৫ জন। যা আগের দিনের থেকে প্রায় ৭৩ হাজার কম। পরিসংখ্যান বলছে, এখনও ৪ কোটি ১৫ লক্ষ ৮৫ হাজার ৭১১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ১৭ হাজার ৫৯১ জন । পাশাপাশি রাজ্যেও কমছে করোনা আক্রান্তের সংখ্যা । রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭২ জন । গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমেছে খানিকটা । মারণ ভাইরাসে একদিনে মৃত্যু হয়েছে ২৫ জনের । এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ২০ হাজার ৯৯০ জন । রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তুলনায় সুস্থতার হার প্রায় দ্বিগুণ । একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৪৭ জন । রাজ্যে সুস্থতার হার বর্তমানে প্রায় ৯৮.২৯ শতাংশ ।
More Stories
ডিগ্রি নেই, অথচ চিকিৎসা করছেন! আর জি কর আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস কাউন্সিলের
এবার স্বাস্থ্যদপ্তর ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের আবেদনের সময়সীমা বেঁধে দিল
স্যালাইন কাণ্ডের জের, স্বাস্থ্যদপ্তর-মুখ্যসচিবের রিপোর্ট তলব হাই কোর্টের