Home » রাত পোহালেই ৪ পুরসভার ভোট গণনা

রাত পোহালেই ৪ পুরসভার ভোট গণনা

সময় কলকাতা ডেস্ক : রাত পোহালেই ভোট গননা। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তার পরেই জানা যাবে শেষ হাসি কে হাসতে চলেছে। আগামীকাল শিলিগুড়ি আসানসোল, চন্দননগর ও বিধানননগর পুরভোটের ফলাফল ঘোষণা। তার আগে স্ট্রং রুমে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

বিধাননগর কলেজে বিধাননগর পুরসভার স্ট্রং রুম তৈরি করা হয়েছে। স্ট্রং রুমে রাজ্য পুলিশের সশস্ত্র পাহারার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি নজরদারি চালানো হচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমেও।

স্ট্রং রুম করা হয়েছে আসানসোল পলিটেকনিক কলেজে। গোটা আসানসোল পুরবাসীর রায় জমা রয়েছে সেখানেই। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৭টি ঘরে ৫৩টি টেবলে দুটি ধাপে ভোট গণনা হবে। গণনা কেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী। সিসি ক্যামেরায় মোরা রয়েছে গোটা স্ট্রং রুম।

অন্যদিকে, চন্দননগরের কানাইলাল বিদ্যামন্দিরে তৈরি হয়েছে স্ট্রং রুম। রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। ভিতরে সিসি ক্যামেরায় নজরদারি।চন্দননগর পুরসভার ৩৩টি ওয়ার্ডের মধ্যে গতকাল ৩২টিতে ভোট হয়েছে।

ইতিমধ্যে পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে শিলিগুড়ি কলেজে। পুরভোটের ফল ঘোষণার জন্য ভোট গণনার স্ট্রং রুম তৈরি করা হয়েছে শিলিগুড়ি কলেজকে। কড়া পাহারায় মোতায়েন করা হয়েছে বহু পুলিশকর্মী। আগামীকাল সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা।

 

About Post Author