সময় কলকাতা ডেস্কঃ ইটভাটার চৌবাচ্চায় পড়ে মৃত্যু হল দুই শিশুর । জানা গিয়েছে, মৃত দুই শিশুর নাম ঋত্বিক তাঁতি ও রোশন তাঁতি । তাদের একজনের বয়স ৬ বছর এবং অপরজনের বয়স ৫ বছর।
সুত্রের খবর, বিহার থেকে পুরাতন মালদায় কাজে এসেছিলেন এক দম্পতি । আর কাজে এসেই ঘটে বিপত্তি । দম্পতির নাম করন তাঁতি ও কিরন দেবী । বিহারের ভাগলপুরের বাসিন্দা এই দম্পতি । মাস তিনেক আগেই দুই শিশুকে নিয়ে মালদায় কাজে আসেন তারা । তারপর মালদার নলডুবি এলাকার একটি ইটভাটায় কাজ করতে শুরু করেন।
অন্যান্য দিনের মতো শনিবারও কাজে ব্যস্ত ছিল এই দম্পতি । খেলায় ব্যস্ত ছিল তাদের দুই শিশু। সন্ধ্যা হয়ে গেলেও সেই শিশুদের খোঁজ না মেলায় তাদের খোঁজাখুঁজি শুরু করেন ওই দম্পতি । পরে চৌবাচ্চার মধ্যে দুই সন্তানকে পড়ে থাকতে দেখেন তারা । সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এরপরই কর্তব্যরত চিকিৎসকরা শিশু দুটিকে মৃত বলে ঘোষণা করেন। এরপর তাদের দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় । তবে কিভাবে এই ঘটনা ঘটল তা এখনও জানা যায় নি।
More Stories
আগামী সোমবার থেকে শহরে মেট্রোর পার্পল লাইনে দিনে ৭২টি রেক
ফের ঘূর্ণাবর্তের সম্ভাবনা রাজ্যে, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে
আইন কলেজের পরে এ বার আইআইএম কলকাতার জোকা ক্যাম্পাসে তরুণীকে যৌন নিগ্রহ