Home » টাকি পুরসভায় বিনা প্রতিদ্বন্ধীতায় এক-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী তৃণমূল

টাকি পুরসভায় বিনা প্রতিদ্বন্ধীতায় এক-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী তৃণমূল

সময় কলকাতাঃ এবার টাকি পুরসভায় এক তৃতীয়াংশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল । মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বিজেপি সিপিএম কংগ্রেস সহ নির্দলের ৫০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন । জানা গেছে এদিন যথাক্রমে ১,২,৩,৫,৬,৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল বিরোধী প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করায় টাকি পুরসভায় জয়ের দোরগোড়ায় তৃণমূল । ১৬টির মধ্যে ৬টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও টাকি পুরসভায় তিন নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শংকর ঘোষ বলেন, “আমরা সাংগঠনিকভাবে এখানে খুব দুর্বল, সংগঠন নেতৃত্ব দেওয়ার কেউ নেই। টাকি পুরসভার উন্নয়নকে অব্যাহত রাখতে আজ আমি মনোনয়নপত্র প্রত্যাহার করলাম।”

এদিন ৫ নম্বর ওয়ার্ডের সিপিএমের প্রার্থী সুজয় ঘোষ বলেন, “পুরসভায় সাংগঠনিকভাবে অত্যন্ত দুর্বল, সিপিএম এর কেউ মাঠে নামতে চাইছে না । মানুষকে এক জায়গায় করতে পারছি না, দিদির উন্নয়নের কথা মাথায় রেখে টাকি পুরসভা আগামী দিনে আরও বেশি উন্নয়ন ও সুস্থ পরিবেশে মানুষকে পরিষেবা দিতে পারে তার জন্য আমি মনোনয়নপত্র প্রত্যাহার করলাম।” এই প্রসঙ্গে টাকি পুরসভায় দায়িত্বপ্রাপ্ত   কোডিনেটর শাহানুর মন্ডল জানান, “বিরোধীরা উপযুক্ত প্রার্থী খুঁজে পাচ্ছে না । তারা কর্মী সমর্থন হারিয়ে ফেলেছে, সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গেছে । জিততে পারবে না ভেবে তারা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন । এর আগে ২০২১ এর বিধানসভা নির্বাচনে যেভাবে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় এনেছে, এতে মনের দিক থেকে দুর্বল হয়ে পরেছে বিরোধীরা । যারা আমাদের দলে আসছে তাদেরকে এক সঙ্গে নিয়ে মানুষের কাজ করতে হবে। এই পুরসভাকে আরো বেশি উন্নয়নের পথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে ।”

টাকি তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি প্রদ্যুৎ দাসের মতে, টাকি পুরসভায় জয় শুধু সময়ের অপেক্ষা । যে ভাবে টাকিতে উন্নয়ন হচ্ছে তাতে এই পুরসভা একপ্রকার বিরোধী শূন্য হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে । বলাই বাহুল্য, একাধিক বিরোধী দলের প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে তৃণমূলে যোগদান করছে তাতে এই পুরসভায় জইয়ের পথে একপ্রকার এগিয়ে তৃণমূল।

About Post Author