Home » মানুষের উপরে আস্থা হারিয়েছে তৃণমূল, তাই ভোটে সন্ত্রাস, অধীর

মানুষের উপরে আস্থা হারিয়েছে তৃণমূল, তাই ভোটে সন্ত্রাস, অধীর

সময় কলকাতা : মানুষের উপরে আস্থা হারিয়েছে তৃণমূল কংগ্রেস।তাই তারা সন্ত্রাসকে হাতিয়ার করছে। পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটছে, তার জন্য আগামী দিনে তৃণমুলকেই ভুগতে হবেই হুঁশিয়ারি কংগ্রেস নেতা অধীর চৌধুরীর।সোমবার মুর্শিদাবাদে জেলা ক্ংগ্রেসের দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি।তৃণমূল কংগ্রেস অন্য একটা রাজনৈতিক সমীকরণে বিধানসভা নির্বাচনে পা়র পেয়ে গেছে।   তাঁর দাবি, বারবার পার পাবে না তৃণমূল ।মানুষ সারা জীবন কিন্তু মমতা বন্দোপাধ্যায়কে খাতির করবে না।কারণ হিসাবে তিনি বলেন, মানুষের ভোট দেওয়ার অধিকারকে বারবার কেড়ে নেওয়া,মানুষ কখনও বরদাস্ত করতে পারে না।মানুষ যদি এটা বরদাস্ত করে তবে ইতিহাস মিথ্যা হয়ে যায় বলে মত অধীর চৌধুরী।

অধীরবাবু বলেন, পৃথিবী জুড়ে গনতন্ত্রের জন্য যুগযুগ জুড়ে মানুষ লড়াই  করে এসেছে।সেই গনতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা বারবার হলে মানুষ তাকে ক্ষমা করে না। পুরভোটকে লুঠের ভোট বলে অবিহিত করেন তিনি। অধীর চৌধুরীর মত বাংলায় ভোট মানে প্রহসন, দিদি তা বারবার প্রমান করছেন ।অধীর চৌধুরীর প্রশ্ন লুটের ভোট করে কি মজা।তাঁর মতে এখন ভোট মানে সরকারি দলের লোককে পেট ভর্তি মদ দাও, মাংস, ডিজে দাও, পুলিশ চুপ।মস্তান যা করার করবে।এতে কোন তৃপ্তি আসে কি ,ভোটের মজা আসে প্রশ্ন ।বিজেপির সঙ্গে কং ও সিপিএমের বোঝাপড়া আছে বলে তৃণমুলের অভিযোগকে অলিক কল্পনা ছাড়া কিছু নয় বলে মত কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

কংগ্রসের রাজ্য সভাপতির দাবি , ২০১৬ সালের বিধানসভা ভোটে বিজেপি তাদের সব ভোট তৃণমুলের বাক্সে দিয়েছিল বলেই ,দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী হয় । ২০২১ সালে বিধানসভা নির্বাচনে  তৃণমুল কংগ্রেসকে বাঁচায় বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির তাস খেলে।বিধানসভা ভোটে তৃণমুলের অকর্মন্যতা ,অদক্ষতা হাটে ,বাজারে বা মানুষের  আলোচনায় আসেনি।বাংলায় নির্বাচন কমিশনও অদ্ভুত বলে তিনি দাবি করেন।কংগ্রেসের বিরুদ্ধে বক্তব্য রাখা কি দিদিকে মানায়। কারণ দিদি তো কংগ্রেসের প্রোডাক্ট।বাংলায় কংগ্রেসের সঙ্গে দিদির বিরোধ থাকতে পারে।কিন্তু দিল্লির নেতৃত্ব  দিদির প্রতি দূর্বল দাবি অধীর চৌধুরীর।

 

About Post Author