Home » কুঁয়োয় পড়ল দলমার দাঁতাল, উদ্ধারে বন দপ্তর

কুঁয়োয় পড়ল দলমার দাঁতাল, উদ্ধারে বন দপ্তর

সময় কলকাতাঃ খাবারের সন্ধানে বেরিয়ে মাঠের পরিত্যক্ত কুঁয়োয় পড়ে গেল দলমার একটি দাঁতাল। রবিবার রাতে ঝাড়গ্রামের লালগড় রেঞ্জের পাটাঝরিয়া এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে।সোমবার সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়েই বনদপ্তরের এধিকারিকরা হাতিটিকে উদ্ধারের জন্য উদ্যোগী হয়। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় বনদপ্তরের কর্মীরা হাতিটিকে উদ্ধার করে।

স্থানীয় সুত্রে জানা দিয়েছে , বেশ কয়েকদিন ধরেই মহিষডোবার জঙ্গলে ৮০ থেকে ৮৫ টি দলমার দাঁতাল রয়েছে । স্থানীয়রা এই হাতির দলের কথা বন দপ্তরকে জানায় । রবিবার তাদের মধ্যে একটি হাতি সন্তানও প্রসব করে । তাই ইচ্ছে থাকলেও এই হাতির দলটিকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যেতে পারেনি বন দপ্তরের কর্মীরা । রবিবার রাতে হাতিরদল মহিষডোবার জঙ্গল লাগোয়া পাটাঝরিয়া গ্রামের ফসল খেতে ঢুকে পড়ে । ওই সময় একটি হাতি পা পিছলে ফসল খেতের পাশে থাকা  পরিত্যক্ত কুঁয়োতে পড়ে যায় । সোমবার সকালে স্থানীয়রা খেতে এসে দেখেন কুঁয়োর ভিতরে একটি দলমার হাতি পড়ে আছে ।তারপুরেই গ্রামবাসীরা বনদপ্তরে খবর দেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা ।

About Post Author