সময় কলকাতা ডেস্কঃ মঙ্গলবার কাকভোরে হাওড়া স্টেশন চত্বরে বিশেষ অভিযান চালায় কলকাতার কাস্টমস বিভাগ। উদ্ধার হয় ৬০ লক্ষ টাকা মূল্যের বিদেশি সোনার বিস্কুট। মঙ্গলবার ভোরে কলকাতা কাস্টমস দফতরের একটি বিশেষ টিম গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় হাওড়া স্টেশন চত্বরে। তারা অপেক্ষা করছিল হাওড়া ব্রিজ থেকে হাওড়া স্টেশন যাওয়ার রাস্তায়। তাদের কাছে খবর ছিল এই পথেই পাচার হতে চলেছে সোনার বিস্কুট। তাদের কাছে আরো খবর ছিল ঠিক কোন গাড়িতে এই সোনা পাচার হচ্ছে। একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন সম্বলিত স্কুটির জন্য তারা ওঁৎ পেতে ছিল হাওড়া স্টেষন চত্বরে। এরপরই তাদের নজরে আসে ডব্লিউ বি ০৮ জে ৫০৯৮ রেজিস্ট্রেশনের স্কুটিটি। এই স্কুটির জন্যই তো জাল পেতে ছিল কাস্টমসের আধিকারীকরা। নজরে আসতেই সক্রিয় হয় গোয়েন্দারা। ওই স্কুটিকে দাঁড় করায় কাষ্টমসের দলটি। তল্লাশি চালিয়ে ডব্লিউ বি ০৮জে ৫০৯৮ নম্বরের স্কুটি থেকে ১০ টি বিদেশি সোনার বিস্কুট উদ্ধার করে কাস্টমস।উদ্ধার হওয়া প্রতিটি সোনার বিস্কুটের ওজন ছিল ১১৬৬ গ্রাম দাবি কাষ্টমসের। একই সঙ্গে এই ঘটনায় ওই স্কুটির চালককে গ্রেফতার করে তদন্তকারী দল। তাকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস। কোথা থেকে এই বিপুল পরিমান সোনার বিস্কুট নিয়ে আসা হচ্ছিল, আর কোথায় পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা করছে কাষ্টমসের আধিকারিকরা। এই পাচার চক্রের সঙ্গে আন্তর্জাতিক বা আন্ত রাজ্য পাচার চক্রের কারা কারা জড়িত আছে তাও জানার চেষ্টা করছে কাস্টমসের আধিকারিকরা । ধৃত ব্যক্তির সঙ্গে যুক্ত কারা তাদের নাম উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে কাষ্টমস সূত্রে খবর। মোট ৬০ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে ধৃত ওই ব্যক্তির কাছ থেকে দাবী কাস্টমসের ।ভোরেরবেলায়, বিপুল অংকের সোনা উদ্ধার, আর তাতেই হাওড়া স্টেশন চত্ত্বরে এখন প্রধান আলোচনায় বিষয় হয়ে দাঁড়িয়েছে।
More Stories
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
বিচারের বাণী: ধনঞ্জয়ের ফাঁসি
হাথরস গণধর্ষণ কাণ্ড ও একটি প্রহসন