Home » গরু পাচার মামলায় সিবিআই তলবে সাড়া ,হাজিরা দিতে নিজাম প্যালেসে দেব

গরু পাচার মামলায় সিবিআই তলবে সাড়া ,হাজিরা দিতে নিজাম প্যালেসে দেব

সময় কলকাতা ডেস্কঃ গরু পাচার মামলায় সাংসদ অভিনেতা দেবকে ওরফে দীপক অধিকারকে  সিবিআই তলব। হাজিরা দিতে তিনি এলেন নিজাম প্যালেসে।এদিন সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ তিনি নিজাম প্যালেসে সিবিআই অফিসে আসেন। এর আগে ৯ ফেব্রুয়ারি গরুপাচার মামলায় তাঁকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। সূত্রের খবর, এনামুল হকের সঙ্গে নাকি দেবের কয়েকটি যোগসূত্র পাওয়া যায়। সেই নিয়েই জিজ্ঞাসাবাদ করতে তৃণমূল কংগ্রেস সাংসদ দেবকে  সিবিআইয়ের তলব করে। সুত্রের খবর গরু পাচার কাণ্ডে অনেককে জিজ্ঞাসাবাদ করার সময় অনেকের নামের সঙ্গে দেবের নাম উঠে আসে। এও জানা গেছে বেশ কিছু বছর আগে এনামুলের তরফে দেবকে বেশ কিছু দামী উপহারও পাঠানো হয়। এই উপহার পাঠানোর বিষয়টি যাচাই করা ছাড়াও এনামুলের সঙ্গে সাংসদের কোন আর্থিক লেনদেন হয়েছিল কিনা তাও প্রশ্নোত্তর পর্বে উঠে আসতে পরে বলে মনে করা হচ্ছে।

 

About Post Author