Home » খোদ পুলিশের বাড়িতে দুঃসাহসিক চুরি! খোয়া গেল নগদ টাকা ও সোনার গয়না

খোদ পুলিশের বাড়িতে দুঃসাহসিক চুরি! খোয়া গেল নগদ টাকা ও সোনার গয়না

সময় কলকাতা ডেস্কঃ মুদিখানা ও হার্ডওয়ারের দোকানের পর এবার চুরি এক পুলিশকর্মীর বাড়িতে। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বড়েঞায়।একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদের এই এলাকায়।পরিবার সূত্রে খবর সোমবার রাতে পরিবারের সবাই বাড়ি বন্ধ করে গ্রামেরই এক অনুষ্ঠান বাড়িতে যায়।আর সেই সুযোগকে কাজে লাগিয়েই দুষ্কৃতীরা বাড়িতে ঢোকে। সেই সময় কেউ না থাকায় চোরেরা বাড়িতে ঢুকে আলামারি ভেঙে নগদ দুই লক্ষ টাকা ও ৬ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয়। পরিবারের সদস্যদের দাবি  তালা ভেঙে চোরেরা বাড়িতে ঢোকে। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসতেই তৎক্ষণাৎ খবর যায় বড়েঞা থানায় । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনো স্পষ্ট নয়, তবে ঘটনার তদন্ত শুরু করেছে বড়েঞা থানার পুলিশ।

About Post Author