সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘদিন যাবৎ বামফ্রন্টের দখলে থাকা ইংরেজবাজার পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডে উন্নয়ন থমকে ছিল। তাই এবারে ২৫ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন করাই প্রথম লক্ষ্য হবে তৃণমূলের, এমনটাই দাবি করলেন ইংরেজবাজার পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী কাকলি কর্মকার।
মিথ্যে প্রতিশ্রুতি নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে উন্নয়নের জোয়ার বইবে ওয়ার্ড জুড়ে, নির্বাচনী প্রচারের ফাঁকে জানালেন ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি কর্মকার। উল্লেখ্য, এদিন কয়েক হাজার মহিলা এবং পুরুষদের নিয়ে এক নির্বাচনী মিছিলের আয়োজন করা হয়। এদিন নির্বাচনী মিছিলে ব্যাপক সাড়া মিলেছে বলেই জানায় তৃণমূল।এদিন এই মিছিলে ফুলের মালা পরিয়ে এবং ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় তৃণমূল প্রার্থীকে।
তৃণমূল প্রার্থী কাকলি কর্মকার জানান, বিগত দিনে এই ওয়ার্ড বামেদের দখলে থাকায় সেই রকমভাবে উন্নয়ন হয়নি। তাই এলাকার রাস্তাঘাট পানীয় জল এক কোথায় ওয়ার্ডের সার্বিক উন্নয়ন করাই হবে তার প্রথম লক্ষ। পাশাপাশি তিনি বলেন এবারের পুরনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন বলেই মনে করেন তিনি।
More Stories
১৮০ ডিগ্রি ঘুরে পাল্টি খেলেন মমতা! বিজেপিকে রুখতে এবার ঐক্যের বাণী মমতার মুখে
বিকাশ ও সুশাসনের জয়’, দিল্লিতে গেরুয়া ঝড়ে বার্তা মোদির, আপকে ‘বেইমান’ তোপ মোদির
পড়াশুনা নিয়ে বাড়ির লোকের বকুনি, আত্মঘাতী বর্ধমানের মাধ্যমিক পরীক্ষার্থী