Home » বসিরহাটে যৌনপল্লীতে বিধ্বংসী আগুন, পুড়েছাই ৫০ টি বাড়ি, জখম ৫

বসিরহাটে যৌনপল্লীতে বিধ্বংসী আগুন, পুড়েছাই ৫০ টি বাড়ি, জখম ৫

সময় কলকাতা ডেস্ক: ভয়াবহ আগুন উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া বাজার এলাকায় যৌনপল্লীতে।বিধ্বংসী আগুনে ভষ্মিভূত  হয়েছে প্রায় ৫০টি ঘর।আগুনলাগার খবর পেয়ে ধাপে ধাপে দমকলের ৩ টি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুনের লেলিহান শিখায় কার্যত পুড়ে ছাই হয়ে যায় গোটা যৌনপল্লীর অধিকাংশ ঘর। পুড়েছে পাশে থাকা বেশ কয়েকটি দোকানও।আগুনের ভেতর থেকে নিজের শেষ সম্বলটুকু বাঁচাতে গিয়ে ৫ জন জখম হয়েছেন।  ফলে আশ্রয়হীন শতাধিক মানুষ।

দমকল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর তিনটে নাগাদ হঠাৎই একটি ঘর থেকে আগুনের ফুলকি দেখতে পান এলাকার মানুষ। সেই আগুন দ্রুত বিস্তীর্ণ ছড়িয়ে পড়ে । দাউদাউ করে জ্বলতে থাকে এলাকার একেরপর এক বাড়ি ও দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন গিয়েও শেষ রক্ষা হয়নি।

আগুন লাগার  পরেই শ্রীনগর মাটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘটনাস্থলে যান স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে, দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় এক ঘন্টা ধরে এই আগুন দাউ দাউ করে জ্বলতে থাকায়  আসবাবপত্র সহ সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে আশ্রয়হীন যৌনকর্মীরা আশেপাশে বাড়ি এবং স্থানীয় স্কুল বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে।

ঠিক কি কারনে আগুন লাগল  মাটিয়া থানার পুলিশ ও দমকল কর্মীরা তদন্ত শুরু করেছে। আগুনলাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজ্য পরিবহণ দপ্তরের সচিব এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট ২, নম্বর ব্লকের আইএনটিটিইউসি নেতা কাজী মাহমুদ হাসান, মাটিয়া শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুস্তাক আহমেদ, সহ জনপ্রতিনিধিরা। তাঁরা অস্থায়ীভাবে আশ্রয়হারা পরিবারগুলির থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন।

About Post Author