সময় কলকাতা ডেস্কঃ পুরভোটের দিন যত এগিয়ে আসছে মুর্শিদাবাদের অশান্তি ক্রমাগত বাড়ছে।এবার বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।মঙ্গলবার মুর্শিদাবাদ পুরসভার ২ নং ওয়ার্ডের এই ঘটনাকে কেন্দ্রকরে এলাকায় উত্তেজনা ছড়ায়।আহত বিজেপি কর্মীর অভিযোগ প্রতিদিনের মতো আজও সে এবং তার বাবা সকালে দোকান খোলেন আর সে সময়ই মুর্শিদাবাদ পুরসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মন্দিরা সরকারের স্বামী ও মুর্শিদাবাদ টাউনের তৃণমূল কংগ্রেস সভাপতি তার দলবল নিয়ে আচমকা মারধর শুরু করেন।উত্তেজনা দেখে এগিয়ে আসেন স্থানীয়রা। গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।আহত বিজেপির বুথ সভাপতি এবং তার বাবাকে উদ্ধার করে লালবাগ মহকুমা সদর হাসপাতালে নিয়ে যায়।

দলের বুথসভাপতিকে মারধরের খবর পেয়ে হাসপাতালে হাজির হন মুর্শিদাবাদ বিধানসভার বিজেপির বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ।তিনি বলেন, মুর্শিদাবাদে জোড়াফুল এখন আর ক্ষমতায় নেই,তাই জোর করে ভয় দেখিয়ে ভোট পেতে উদ্যোগী তৃণমূলের কর্মীরা।যদিও তৃণমূলের দাবি, রাতে বিজেপি প্রার্থীর হয়ে বাইক নিয়ে সারারাত টাকা দিয়ে ভোট কিনতে চেয়েছিল আহত বুথ সভাপতি এবং তাঁর দলেরা।তারপর তারা টাকার বিনিময়ে ভোট বিষয়টি মানতে না পারায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে।প্রতিবাদ করায় বচসা শুরু হয় ।


More Stories
Dienstleistung Plan Titelseite Beispiel: Ein Umfassender Leitfaden
Choosing Between the Very Best Online Casinos Slots
The Guide to Betting Sites: Whatever You Required to Know