Home » বিক্ষুব্ধদের হুঁশিয়ারি ফিরহাদের, লিফলেটে ভোট ময়দান থেকে সরে দাঁড়ানোর নিদান ,অন্যথায় বহিষ্কার,

বিক্ষুব্ধদের হুঁশিয়ারি ফিরহাদের, লিফলেটে ভোট ময়দান থেকে সরে দাঁড়ানোর নিদান ,অন্যথায় বহিষ্কার,

সময় কলকাতা ডেস্ক:  মনোনয়নপত্র প্রত্যাহারের সময় চলে গেছে ।কিন্তু জেলায় জেলায় পুরভোটে তৃণমুল কংগ্রেসের গোঁজ প্রার্থীরা রয়ে গিয়েছে।আর সেই গোঁজ প্রার্থীরা শাসক দলের কাছে বিরোধী দলের থেকেও বেশী মাথা ব্যাথার কারন হয়ে উঠেছে ।সেই কথা পরিস্কার ভাবে মালদায় দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন তৃণমুল কংগ্রেসের নেতা ফিরহাদ হাকিম।তিনি বলেন, দলের প্রতীকে প্রার্থীরাই মমতা বন্দোপাধ্যায়ের প্রতিনিধি।টিকিট না পেয়ে ক্ষোভে যারা দলের প্রার্থীর বিরুদ্ধে ভোটে দাঁড়িছেন তাদের উদ্দেশ্যে ফিরহাদের নিদান আগামী পাঁচ দিনের মধ্য লিফলেট ছাপিয়ে নিজের ওয়ার্ডে বিলি করে জানিয়ে দিন পুরভোটের লড়াই থেকে সরে দাঁড়াচ্ছেন।দলের প্রতীক পাওয়া প্রার্থীকে মানুষ ভোট দেন সেই কথাও জানান।আর এর অন্যথা হলে দল ওই কর্মীকে বহিস্কার করবে বলে পরিস্কার জানিয়ে দেন ফিরহাদ হাকিম।

মঙ্গলবার মালদা জেলায় পুরভোটে লড়ছেন এমন প্রার্থীদের নিয়ে বৈঠকে বসে ছিলেন ফিরহাদ হাকিম।মালদার রাজনীতিতে বরাবরই সাবিত্রী মিত্র ও কৃষ্ণেন্দু চৌধুরীর লড়াই নিয়ে জেরবার থাকতে হয় শাসক দলের নেতৃত্বকে।সঙ্গে রয়েছে মৌসম বেনজির নুর ও সাবানা ইয়াসমিনের মত নেতারাও।ফলে বর্নময় মালদার রাজনীতিতে গোষ্ঠী ও উপ গোষ্ঠীর উপস্থিতি নজরকাড়ে সকলের।সেই মালদায় মনোনয়নের পর দেখা যাচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমুল কংগ্রেসের টিকিট না পেয়ে দাঁড়িয়ে পড়েছে দলের কর্মী ও নেতা রা নির্দল প্রার্থী হিসাবে।ফলে পুরভোটে গোঁজ প্রার্থী অফিসিয়াল প্রার্থীকে বেগ না দিতে পারে তার জন্য এই দিন মালদার সব প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেন কলকাতার মেয়র তথা পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠকের শেষে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, এখন সারাদেশের সঙ্গে পুরভোটে একটাই স্লোগান বিজেপি হাটাও দেশ বাঁচাও।উত্তর বঙ্গে শিলিগুড়ি করপোরেশনের ভোটে খোদ শিলিগুড়ির এম এল এ শঙ্কর ঘোষ ভোটে দাঁড়িয়ে হেরে গেছেন।ফিরহাদের দাবি, বাংলার মানুষ মমতা বন্দোপাধ্যায়কে চায়।সেটি আবার প্রমানিত।

এদিন পুরাতন মালদার একটি বেসরকারি হোটেলে দলের জেলার কোর কমিটি ও দুই পুরসভার প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন তিনি। দলের মনোনীত প্রার্থীদের নিয়ে ক্ষোভ থাকতে পারে সেই কথা স্বীকার কের নিয়ে ফিরহাদের দাবি, বৃহত্তর স্বার্থ ও বিজেপিকে হারাতে সব দ্বন্দ্ব  মিটিয়ে ফেলা উচিত মত তাঁর।একই সঙ্গে মালদা জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনে তৃণমূল প্রার্থীকে যাতে দলের সবাই সমর্থন করেন সেই নির্দেশ দেন ফিরহাদ হাকিম।

About Post Author