সময় কলকাতা ডেস্কঃ প্রায় তিন বছর যাবৎ করোনা আবহে শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ থাকার পর অবশেষে সরকারি গাইডলাইন মেনে আজ বুধবার থেকে সমস্ত স্তরের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার কথা ঘোষণা করেছিল রাজ্য শিক্ষা দপ্তর। সেই মত য়াজ ক্লাসরুম ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া পড়ুয়া থেকে অভিভাবকদের মধ্যে। জলপাইগুড়ি ডি,পি,এস,সি চেয়ারম্যান লৈক্ষ মোহন রায় বলেন অনেকদিন শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বন্ধ থাকার ফলে ছাত্রছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে অনেকটাই ক্ষতি হয়েছে। যদিও এর আগে রাজ্য সরকার সম্পূর্ণ কোভিড বিধি মেনে এবং সম্পূর্ণ সরকারি গাইডলাইন মেনে শুরু করেছিল পাড়ায় শিক্ষালয়। দেখা গেছে পাড়ায় শিক্ষালয়গুলিতে ব্যাপক সাড়া পাওয়া গেছে।
আর তারপরেই আজ থেকেই রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান গুলি খোলার কথা ঘোষণা করা হয়। তার জন্য সমস্ত স্কুলের শ্রেণিকক্ষ গুলিকে দু’দিন আগে থেকেই স্যানিটাইজেশন করা শুরু হয়। স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া শিক্ষানুরাগীদের মধ্যে। জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সমস্ত বিষয়ে নজর রাখা হবে বলেও তিনি জানান।
More Stories
হাইকোর্টের রায়ে পঞ্চায়েতে ফিরেও ঘর ছাড়া আরাবুল
জাঁকিয়ে শীত আসবে, গরম কাপড় কেনাকাটার ধুম
Mamata Banerjee: “ভাববেন না আমরা বসে ললিপপ খাব…” বাংলা দখল নিয়ে রুজভিকে হুঁশিয়ারি মমতার