সময় কলকাতা ডেস্ক: গীতশ্রীর হঠাৎ প্রয়াণে তড়িঘড়ি কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।রাজ্যের চার কর্পোরেশনে জয়ের পরই উত্তরবঙ্গে নজর দেন তৃণমুল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।আর তার সফরের মাঝেই বিধান সভায় হারানো জমি উদ্ধারে সক্রিয় হল তৃণমুল কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল বিজেপি। যার কিছুটা সাফল্য পেয়েছিল উত্তরবঙ্গে ।সেই সাফল্যকে স্বীকৃতি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সভায় জায়গায় নিশীথ প্রামানিক,জন বার্লার মত বিজেপির জেলা স্তরের নেতারাও।বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের ফলাফলে অসন্তুষ্ট হয়েছিলেন তৃণমুল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় ।উত্তরবঙ্গে তৃণমুলের শক্তি বাড়াতে সক্রিয় হয় রাজ্যের শাসক দল ।আর সেই প্রচেষ্টায় সাফল্য আসে চা বাগানের শ্রমিক সংগঠনকে নিজেদের দিকে টেনে আনায়।
উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি চা বলয়ে ধস নামাতে সক্ষম হয় শাসক দল। নাগরাকাটা কেরন চা বাগানে প্রায় ৩০০ বিজেপি কর্মী ও সমর্থক তৃণমূলের শ্রমিক সংগঠনে যোগদান করে। গত লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির আসন বাড়ার পর থেকেই চা বলয়ে শক্তি বৃদ্ধি করে তারা।আর সেই রেশ ধরে উত্তরবঙ্গে বিধানসভা নির্বাচনেও তৃণমূলের ভোট ব্যাঙ্কে ধাক্কা খায়। এবার সেই হারানো মাটি ফিরে পেতে মরিয়া হয়ে নেমেছে তৃণমূল কংগ্রেস।
ডুয়ার্সের চা বলয়ের নাগরাকাটা বিধানসভা আসনটি বিজেপি-র দখলে রয়েছে। বিজেপি-র এক কেন্দ্রীয় মন্ত্রীর বিধানসভার অন্তর্গত ক্যারন চা-বাগানে সমস্ত শ্রমিক সংগঠনের সদস্যরা তৃণমূল শ্রমিক সংগঠনে নাম লেখালেন। মঙ্গলবার বিকেলে জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি রাজেশ লাকরার নেতৃত্বে অন্যান্য শ্রমিক সংগঠনের সদস্যরা এদিন আইএনটিটিইউসির পতাকা কাঁধে তুলে নেন। ফলে ক্যারন চা বাগান বিজেপি শূন্য হয়ে গেল বলে দাবি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। এ দিন বিটিডব্লিউ নেতা অনুপ ওরাও, রবীন্দ্র চিক বড়াইক-সহ সাড়ে তিনশ জন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এর পতাকা হাতে তুলে নেন।
More Stories
প্রসঙ্গ বাংলাদেশ : সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে রাস্তায় মতুয়ারা
রাজ্যসভার চেয়ারম্যান ধনকড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কংগ্রেসের! কী অভিযোগ হাত শিবিরের?
হাইকোর্টের রায়ে পঞ্চায়েতে ফিরেও ঘর ছাড়া আরাবুল