সময় কলকাতা ডেস্ক : ইডি সিবিআইকে ভয় পাইনা, এমনই হুঁশিয়ারি দিলেন টলি তারকা সাংসদ অভিনেতা সোহম চক্রবর্তী। এদিন লাভপুরে ফুল্লরা মেলার উদ্বোধন অনুষ্ঠানে আসেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী।
সেখানে তিনি বলেন, “ইডি-সিবিআই দিয়ে আমাদের যতই ডাকান, মানুষ সঙ্গে আছে ভয় পাই না।” তিনি আরও বলেন, “ইডি-সিবিআই হল কেন্দ্রের অস্ত্র৷ তবে এই অস্ত্র দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাবু করা যাবে না।”
এদিন নিজের আপ্ত সহায়কের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়েও সরব হন সোহম। এছাড়াও, সদ্য প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপি লাহিড়ীকে শ্রদ্ধা জানিয়ে, স্মৃতিচারণ করে শোকপ্রকাশ করেন অভিনেতা সোহম চক্রবর্তী।
More Stories
গোয়ালপোখরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় বাংলাদেশি যোগ! ২ দুষ্কৃতীর খোঁজে পুরস্কার ঘোষণা
‘স্বাধীনতার অপমান’, মোহন ভাগবতকে গ্রেপ্তারের দাবি রাহুলের!
আবার ফিরবে কী দক্ষিণরায়? বাঘ জঙ্গলে ফিরলেও আতঙ্ক কাটছে না মৈপীঠবাসীর