সময় কলকাতাঃ চেহারায় কাঠবিড়ালি, নখ ভালুকের মতো এক বিরল প্রজাতির প্রাণীর দেখা মিলল ধূপগুড়ি ব্লকের বগড়িবাড়ি এলাকায় । এবার বিরল প্রজাতির চাইনিজ ফেরেট ব্যাজারের দেখা মিলল লোকালয়ে । প্রাণীটি দেখতে অনেকটা বড় মাপের কাঠবিড়ালির মতো । এই প্রাণীটিকে দেখে আতঙ্কিত এলাকাবাসী । স্থানীয় সুত্রের খবর, এই বিরল প্রজাতির বন্যপ্রাণীটি এদিন বগড়িবাড়ি এলাকায় একটি বাড়িতে ঢুকে পড়ে । যেহেতু কিছুদিন আগেই এলাকায় ভাল্লুকের আতঙ্ক ছড়ায়, তাই এই প্রজাতির প্রাণী দেখে প্রথমে আতঙ্কিত ছিলেন এলাকাবাসী । এরপর তার ছবি তুলে পশুপ্রেমী সংগঠন ও বনদপ্তরকে পাঠানো হয় । বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয় এটি একটি বিরল প্রজাতির চাইনিজ ফেরেট ব্যাজার বা বার্মিজ ফেরেট ব্যাজার । এরা সাধারনত শুকনো ঝোপ ঝাড়ে থাকে । এরা খুবই হিংস্র প্রকৃতির হয় । এটি দেখতে অনেকটা কাঠবিড়ালির মতো হয় এবং এদের নখ গুলি ভাল্লুকের মতো হয় । এদের গায়ের রং কালো এবং সাদা ডোরাকাটা । তবে হিংস্র হলেও তারা মানুষের উপর আক্রমণ করে না ।
বিরল প্রজাতির এই ধরনের বন্যপ্রাণী লোকালয়ে চলে আসায় চিন্তিত পরিবেশবিদরা । তাঁদের প্রশ্ন কিভাবে এই ধরনের বন্য প্রাণীগুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে? তবে কি জঙ্গলে তাদের থাকার মত আর পরিবেশ নেই?বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় বলেন,‘‘ এটা একটা বিরল প্রজাতির প্রাণী । এরা সচরাচর লোকালয়ে প্রবেশ করে না। তবে গত চার বছর ধরে এদের হদিশ মিলছে ডুয়ার্সের বিভিন্ন গ্রামে । কী কারণে লোকালয়ে বেরিয়ে আসছে তার খোজ করা হচ্ছে । এটি একটি চিন্তার বিষয়, কারণ লোকালয়ে এদের সচরাচর দেখা যায় না । লোকালয়ে দেখে ভুলবশত মানুষেরা এদের ক্ষতিও করে দিতে পারে । এছাড়াও কুকুর বা অন্য জন্তুর দ্বারা আক্রান্ত হতে পারে ।’’ এই বিলুপ্ত প্রায় প্রাণী দের সংরক্ষণের জন্য চিন্তিত বনদপ্তরের পাশাপাশি পশুপ্রেমীরাও ।
More Stories
ত্রিকোণ প্রেম নয়, পুলিশকে সাহায্য করাই কি কাল হয়েছিল হজরতের?
ভোটাভুটি আটকানো গেল না, জেলা সম্পাদকই হারলেন জেলা কমিটির ভোটাভুটিতে
দমদমে দুঃসাহসিক ডাকাতি, নগদ, সোনাদানা সহ প্রায় ১৪ লক্ষ টাকার সামগ্রী লুট