সময় কলকাতা : পুরভোটে দক্ষিণ দিনাজপুর জেলার পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন রাজ্যের নারীও শিশুকল্যান মন্ত্রী শশী পাঁজা।পুরভোটে মনোনয়নপত্র প্রত্যাহারের পরেও জেলায় থেকে গিয়েছে একাধিক গোঁজ প্রার্থী।দক্ষিণ দিনাজপুর জেলায় দুটি পুরসভায় ভোট।গঙ্গারামপুর আর বালুরঘাট পুরসভায় মনোনয়ন জমা দেওয়ার পর গোঁজ প্রার্থীদের উৎসাহ দিচ্ছে দলের এক শ্রেনীর কর্মীরা।
দক্ষিণ দিনাজপুরের তৃণমুল কংগ্রেসের পর্যবেক্ষকের হুঁশিয়ারি গোঁজ প্রার্থী দেওয়াতে যারা মদত দিচ্ছেন তারা সাবধান দল সব নজর রাখছে।সঠিক সময়ে দল সঠিক সিদ্ধান্ত নেবে বলে এদিন হুঁশিয়ারী দেন মন্ত্রী শশী পাঁজা।তিনি বলেন, জেলায় দলের প্রতীকে প্রার্থীর বিরুদ্ধে যাঁরা দাঁড়িয়েছে প্রায় সকলেই সরে এসেছে।কিন্তু দলের বিরুদ্ধে প্রার্থী হওয়ার যিনি বা যারা উৎসাহ দিয়েছে দল তাদের সব কাজ কর্মের দিকে নজর রাখছেন।তিনি বলেন, প্রয়োজনে গোঁজ প্রার্থী দাঁড়করানোর উস্কানি দাতাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন।
তৃণমূলের দখলেই ছিল বালুরঘাট পুরসভা। এবারের নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে ৭ ও ৯ নং ওয়ার্ডে দলীয় গোঁজপ্রার্থী রয়েছে। দলের নেতৃত্বের নির্দেশে ৭ নং ওয়ার্ডের গোঁজপ্রার্থী তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নিলেও ৯ নং ওয়ার্ডে তা হয়নি। ৯নং ওয়ার্ডের নির্দল প্রার্থী ঝুমুর বিশ্বাসকে জেলা তৃণমূল কার্যালয়ে উপস্থিত করিয়ে ডাঃ শশী পাঁজা সাংবাদিক সম্মেলন করে জানান যে ঝুমুর বিশ্বাস নিজের ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় ওই ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার চালাবেন।
More Stories
৫৫ দিনের মাথায় আরজি কর কাণ্ডের চার্জশিট জমা দিল সিবিআই, মূল অভিযুক্তের নাম দেখে কটাক্ষ কুণালের!
ফের রাজ্যসভার সাংসদের বাড়িতে ইডি হানা, ষড়যন্ত্র চলছে বলে ফুঁসে উঠলেন অরবিন্দ
পুজোর আগেই রক্তাক্ত বীরভূম, কয়লাখনির বিস্ফোরণে মৃত ৭