সময় কলকাতা : অবিলম্ব নিয়োগের দাবিতে অভিনব বিক্ষোভ চাকরীপ্রার্থীদের। বুধবার বারাসাতের কাছারি ময়দান থেকে জেলা শাসকের অফিস পর্যন্ত এই মিছিলে সামিল হন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। এদিন লক্ষ্মী, সরস্বতী সেজে প্রতিবাদে সামিল হন বিক্ষোভকারীরা। পাশাপাশি জেলা শাসকের অফিসের সামনে প্রতিকী মৃতদেহ রেখে বিক্ষোভে সামিল হন ২০১৪ টেট উর্ত্তীন্ন চাকরিপ্রার্থীরা। বিক্ষোভে মিছিলের পর তাঁরা জেলাশাসকের কাছে একটি স্মারকলিপিো জমা দেন।
মিছিলের প্রথমেই একটি ব্যানারে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক প্রকল্প তুলে ধরা হয় প্রতিবাদের ভাষায়,হাতে প্ল্যাকার্ড নিয়ে চাকরি দাবিতে বিক্ষোভ সংগঠিত করে।চাইনা আমরা লক্ষ্মীর ভান্ডার আমরা ভাই শিক্ষাকতা,এই স্লোগান কে সামনে রেখে ২০১৪ সালের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।
আন্দোলনকারীরা জানান, বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০১৪ সালের টেট উত্তীর্ণদের নিয়োগের ব্যবস্থা করবে রাজ্য সরকার। কিন্তু বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে ২০১৭ সালের টেট পাশকরা চাকরি প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হলেও তাঁদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।চাকরিপ্রার্থীদের দাবি, এদিন তাঁরা মৃতদেহ সাজিয়ে প্রতিকী আন্দোলন করেছি। প্রশাসন ও সরকার দ্রুত ব্যবস্থা না নিলে স্বেচ্ছা মৃত্যু বরণের পথ বেছে নিতে বাধ্য হব।
More Stories
ডিগ্রি নেই, অথচ চিকিৎসা করছেন! আর জি কর আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস কাউন্সিলের
এবার স্বাস্থ্যদপ্তর ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের আবেদনের সময়সীমা বেঁধে দিল
গোয়ালপোখরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় বাংলাদেশি যোগ! ২ দুষ্কৃতীর খোঁজে পুরস্কার ঘোষণা