সময় কলকাতা ডেস্ক : বছর আসে বছর যায় কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়না। ২০১৪ থেকে শুরু করে আজ ২০২২। পাশ করেও মেলেনি চাকরির নিয়োগপত্র। অসহায় বেকার চাকরিপ্রার্থীদের আবেদন এবার অন্তত অন্তত নিয়োগপত্র দিক সরকার।টেট উত্তীর্ণদের অবিলম্বে চাকরিতে নিয়োগ করতে হবে, এই দাবি নিয়ে আসানসোল জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দিল চাকরিপ্রার্থীরা।
এদিন, ২০১৪ নন ইনক্লুডেড প্রশিক্ষিত প্রার্থীদের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়।এদিন জেলাশাসকের দপ্তরে ডেপুটেশনের পাশাপাশি একটি দাবিপত্র তুলে দেওয়া হয় এসডিএম শিক্ষা দপ্তরের হাতে।
অপরদিকে অবিলম্বে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার বালুরঘাট শহরে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসককে ডেপুটেশন জমা দিল ২০১৪ প্রাইমারি টেট পাস ট্রেন্ড নট ইনক্লুডেড ক্যান্ডিডেটস একতা মঞ্চ। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত ২০১৪ সালে প্রাইমারি টেটের নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের নিয়োগের দাবিতে ডেপুটেশন জমা দেন বলে জানিয়েছেন চাকরি প্রার্থীরা।
More Stories
উত্তরবঙ্গে আবার রেল দুর্ঘটনা, উত্তরবঙ্গে বারংবার রেল দুর্ঘটনায় আতঙ্কিত উত্তরবঙ্গবাসী
পথকুকুরদের খেতে দেওয়া যাবে না, সল্টলেকে মহিলাকে মার!
জেলায় জেলায় মেডিক্যাল কলেজের দায়িত্ব ছেড়ে কলকাতার মিছিলে চিকিৎসকরা! ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শশীর