সময় কলকাতা ডেস্কঃ একের পর এক ফিচার এনে ব্যবহারকারীদের চমক দিচ্ছে হোয়াটসঅ্যাপ। রেসের ঘোড়ার মতোই অন্য সব মেসেজিং অ্যাপকে পিছনে ফেলে এগিয়ে চলেছে হোয়াটসঅ্যাপ। এবার নাকি আরও একটি ফিচার যুক্ত হতে চলেছে এই অ্যাপে। যা ইউজারদের মুখের হাসি ফোটাবে বলেই মনে করছে মার্ক জুকাগবার্গের সংস্থা।
কিন্তু সেই ফিচার টি কি? জানা গিয়েছে, ফেসবুক প্রোফাইলে যেমন কভার ছবি সেট করা যায়, হোয়াটসঅ্যাপেও একইভাবে রাখা যাবে কভার ছবি। ইতিমধ্যেই নাকি ফিচারটি নিয়ে কাজও শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ । তবে এই ফিচারটি আপাতত বিজনেস অ্যাকাউন্টের জন্যই প্রযোজ্য হবে। হোয়াটসঅ্যাপের ক্যাটালগকে আরও আকর্ষণীয় করতেই এমন ভাবনা। অর্থাৎ কোনও সংস্থা কভারে নিজের কোম্পানির নাম, লোগো ইত্যাদি ব্যবহারের সুবিধা পাবেন। এতে ব্যবসায়ী সংস্থার বেশ সুবিধাই হবে।
এখানেই শেষ নয়, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে একটি নতুন ক্যামেরা বাটনও যুক্ত করা যাবে। এর মাধ্যমে নতুন ছবি তুলে তা কভারে সেট করে দেওয়া যাবে । এছাড়া মোবাইলের ফটো গ্যালারি থেকেও ছবি সিলেক্ট করা যেতে পারে। প্রথমে আইওএস বিজনেস অ্যাকাউন্ট ইউজাররা এই ফিচারটি ব্যবহারের সুযোগ পাবেন। তবে শীঘ্রই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও চলে আসবে এই ফিচার । তবে এই ফিচার কতটা কার্যকরী হবে তা কিছু দিন পর থেকেই বোঝা যাবে ।
More Stories
নিখুঁত গণনা বলে দিতে পারে আপনার মৃত্যুর দিন-ক্ষণ! কীভাবে? জানলে অবাক হবেন …
প্যান কার্ডে আসছে বড় বদল! যুক্ত হবে নতুন ফিচার, সিদ্ধান্ত কেন্দ্রের
ব্যাঙ্কে টাকা ডিপোজিট করতে গেলেই কি প্যান কার্ড বাধ্যতামূলক? জানুন…