Home » তৃণমূল দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব প্রকট তা পরিষ্কার, দাবি অধীর রঞ্জন চৌধুরীর

তৃণমূল দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব প্রকট তা পরিষ্কার, দাবি অধীর রঞ্জন চৌধুরীর

সময় কলকাতা ডেস্কঃতৃণমূল দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব যে প্রকট তা পরিষ্কার। তার জন্যই আজকে বাংলার মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হচ্ছে এবং  ধমকের সুরে আজ বলতে হচ্ছে  প্রার্থী প্রত্যাহার করা না হলে শাস্তি পেতে হবে। এর থেকেই পরিষ্কার যে প্রচ্ছন্নভাবে ভয়-ভীতি এবং ধমক দেওয়া হচ্ছে। শুক্রবার জেলা কংগ্রেস পার্টির কার্যালয়ে সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমনটাই দাবি করলেন।তিনি আরও বলেন যে, এই ঘটনায় এটা প্রমাণিত যে তৃণমূল পার্টির মধ্যে যে সাংগঠনিক মজবুতি ছিল সেটা আজ অবক্ষয়ের পথে।

কোন কর্মী শীর্ষ নেতৃত্বের কথা মানছেন না। তৃণমূল পার্টির যে অভ্যন্তরীণ দুর্বলতা সেটা প্রকাশ পেল যখন নির্দল প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে।বলা হচ্ছে, কেউ নির্দল প্রার্থী হয়ে দাঁড়াতে পারবেনা।

সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী  আরো বলেন “আজকে রাজ্যপাল আর রাজ্য সরকার এই দুয়ের মধ্যে সংঘাত বাঞ্ছনীয় নয়।রাজ্যপালের সংযত হওয়া উচিত। একটা নির্বাচিত সরকারের সঙ্গে যে শালীনতা এবং যে ভদ্রতা যে সাংবিধানিক নিয়ম আছে সেটাকে মেনে ব্যবহার করা উচিত বলে আমি মনে করি” তিনি বলেন “আমি খুব স্পষ্টভাবে জানাতে চাই রাজ্য সরকার এবং রাজ্যপালের এই সংঘাত মোটেই  রাজ্যবাসীর কাছে কাম্য নয়।

About Post Author