সময় কলকাতা ডেস্কঃ ধীরে ধীরে সুস্থতার পথে হাঁটতে চলেছে দেশ।আর তাই কেন্দ্র রাজ্যগুলির কাছে করোনা সংক্রান্ত অতিরিক্ত বিধিনিষেধ প্রত্যাহারের সুপারিশ করেছে। এই প্রস্তাব কার্যকর হওয়ার পরদিন ফের বাড়তে শুরু করে করোনা সংক্রমণ।
তবে, শুক্রবার ফের কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ ও মৃত্যুর হার। স্বাস্থ্যমন্ত্রক থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, একদিনে দেশে নতুন করে কোভিড পজিটিভ ২৫,৯২০। মৃত্যু হয়েছে ৪৯২ জনের। নিম্নমুখী পজিটিভি রেট।
বৃহস্পতিবার পজিটিভিটি রেট ছিল ২.৬১ শতাংশ। আর শুক্রবার তা কমে দাঁড়াল ২.০৭ শতাংশ। মহামারীর দাপট কাটিয়ে গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন দেশের ৬৬,২৫৪ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৪ কোটি ১৯ লক্ষ ৭৭ হাজার ২৩৮।
More Stories
আগামী সপ্তাহে ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী , নবান্নে নওশাদের সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পরই সফর
‘যদি কেউ বলে আইপ্যাক থেকে এসেছি ‘ কী বললেন অভিষেক ?
ভারচুয়াল বৈঠকে অভিষেক, নজর রাজনৈতিক মহলের