সময় কোলকাতা ডেস্কঃ বিয়ের পিঁড়ি থেকে এখন ভোট ময়দানে,সংসার সামলে এবার একসাথে প্রচারে স্বামী স্ত্রী।১ আর ১ ,একসঙ্গে ১১গুন শক্তিশালী হয়ে ভোট লড়বেন তারা।জয়ী হবেন জলপাইগুড়ি পুরসভা ভোটে।এমনটাই বলেছেন জলপাইগুড়ির সরকার দম্পতি।পাশাপাশি দুই ওয়ার্ডের প্রার্থী স্বামী-স্ত্রী।দুজনেই পুরসভা ভোটে লড়ছেন গেরুয়া শিবিরের হয়ে।স্বামী শ্যামাপ্রসাদ সরকার জলপাইগুড়ি পুরসভার ৬ নম্বরের ওয়ার্ডের বিজেপি প্রার্থী।আর স্ত্রী জয়া সরকার ১২ নং ওয়ার্ডের ।
হাতে মাত্র আর কয়েকটা দিন বাকী তাই সকাল সকাল নাওয়া খাওয়া সেরে ফেলছেন সরকার দম্পতি। পেশায় স্কুল শিক্ষিকা স্ত্রী জয়া সরকার সংসারের কাজ গুছিয়েই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন স্বামীকে নিয়ে।স্বামী শ্যামাপ্রসাদও নিজের ওয়ার্ডে দেওয়াল লিখন,ফেস্টুন ও ব্যানার লাগানোর কাজে ব্যস্ত।তারই মাঝে সেরে নিচ্ছেন প্রচারও।তিনি আশাবাদী,এবারের জয় নিশ্চিত।
শ্যামাপ্রসাদ সরকার বলেছেন এবারের পুরসভা ভোটে তৃণমূল কংগ্রেস কখনই একক সংখ্যাগরিষ্ঠ বোর্ড গঠন করতে পারবে না।বোর্ড গঠন করবে বিজেপি।৬ ও ১২ নং ওয়ার্ডের নাগরিকদের উন্নত পরিষেবা দিতে বদ্ধপরিকর বলে তিনি জানান।
More Stories
Kunal Ghosh: একদা মাদক কাণ্ডে ধৃত পামেলাকে অবস্থানরত চিকিৎসকদের মঞ্চে দেখে কটাক্ষ কুণালের, পাল্টা দিলেন বিজেপি নেত্রীও
US Presidential Election: একে অন্যের বিরুদ্ধে তোপ, ট্রাম্প-কমলা বিতর্কসভায় উঠে এল কী কী বিষয়?
Sukanya Mondal: ১৫ মাস পর তিহাড় জেল থেকে মুক্তি কেষ্ট কন্যার, জামিন দিল দিল্লি হাইকোর্ট