সময় কলকাতা ডেস্কঃ আজ ১৮ ফেব্রুয়ারি,শুক্রবার।গ্রেগরির বর্ষপুঞ্জি অনুসারে বছরের ৪৯ তম দিন। আজকের দিনের কিছু স্মরনীয় ঘটনা-
১৭৮৭ সালের ১৮ ফেব্রুয়ারি অস্ট্রিয়ার সম্রাট শিশুশ্রম নিষিদ্ধ করেন।
১৯১৫ সালের ১৮ ফেব্রুয়ারি ডুবোজাহাজের মাধ্যমে জার্মানির ব্রিটেন অবরোধ শুরু হয়।
১৯৩০ সালের ১৮ ফেব্রুয়ারি প্লুটো আবিষ্কৃত হয়।
১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের নাগিরকত্বে ভূষিত করা করা হয়।
যে বিখ্যাত মানুষদের আজ জন্মদিনঃ
১৪৮৬ঃ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু,বৈষ্ণব সন্ন্যসী ও ধর্মগুরু, ভারতে গৌড়ীয় বৈষ্ণবধর্মের প্রবর্তক জন্ম গ্রহন করেন।
১৮৩৬ঃ প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব জন্ম গ্রহন করেন।
১৮৯৯ঃ বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবসঃ
১৯৬৯ঃ মোহাম্মদ শামসুজ্জোহা, বাঙালি শিক্ষাবিদ এবং অধ্যাপক প্রয়াত হন
১৯৭৪ঃ মুক্তিসংগ্রামী, চারণকবি ও সাংবাদিক বিজয়লাল চট্টোপাধ্যায় প্রয়াত হন
১৯৭৭ঃ বাংলা সিনেমার নেতৃস্থানীয় অভিনেত্রী কাবেরি বসু প্রয়াত হন
More Stories
বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি, উত্তরেও ভারী বর্ষণের পূর্বাভাস, কোথায় কেমন আবহাওয়া?
হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণের সব জেলায়, কবে থেকে আবহাওয়ার উন্নতি হবে? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট
পুজোর সময় বৃষ্টির আশঙ্কা! বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি, উত্তরেও ভারী বর্ষণের পূর্বাভাস, কোথায় কেমন আবহাওয়া?