Home » প্রচারে এসে নির্দল প্রার্থীদের কড়া হুঁশিয়ারি পার্থ চট্টোপাধ্যায়ের

প্রচারে এসে নির্দল প্রার্থীদের কড়া হুঁশিয়ারি পার্থ চট্টোপাধ্যায়ের

সময় কলকাতা ডেস্কঃ পুরভোট কড়া নাড়ছে দুয়ারে। দিন যতই এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে।একে অপরের বিরুদ্ধে অভিযোগে নিত্যদিন সরব তৃণমূল এবং বিজেপি। এরই মধ্যে পুরভোটের প্রচারে এসে নির্দল প্রার্থীদের কড়া হুঁশিয়ারি দিলেন পার্থ চট্টোপাধ্যায়।

এদিন, অশোকনগর কল্যাণগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী জয়া দত্ত এবং ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী জুঁই তালুকদার এর জন্য রোড শো করলেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। অশোকনগরের বনবনিয়া মহা শ্মশানের সামনে থেকে বনবনিয়া চৌমাথা পর্যন্ত বাইপাস রোড ধরে বিশাল শোভাযাত্রা তাঁর সঙ্গে ছিলেন দুই প্রার্থী জয়া দত্ত ও জুঁই তালুকদার বিধায়ক নারায়ন গোস্বামী, ধীমান রায়, সমীর দত্ত।

তৃণমূল মহাসচিব জানান, ‘বিরোধীরা আগের ভোটগুলোতে যেভাবে ধরাশায়ী হয়েছে এবারে ১০৮ টি পৌরসভার ভোটে ধরাশায়ী হবে। যারা এখনো নির্দল বা অন্য দলে অর্থাৎ তৃণমূল ছেড়ে প্রার্থী হয়েছেন তাদের আজ সন্ধ্যার মধ্যে লিফলেট ছড়িয়ে নিজেদের নাম প্রত্যাহার করে নিতে হবে। না হলে আগামীকালই জেলা অফিস থেকে তাদের বহিষ্কার করা হবে।’ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উষ্কানীমূলক ‘হাত গরম করা’ কথা সম্পর্কে তিনি বলেন, ‘ওরা ছবি হয়ে যাবে মানুষের কথা বলুন এরা মানুষের কথা বলেন না।’

About Post Author