Home » পৃথক রাজ্যের দাবি জানালে হাঁটু আস্ত নিয়ে বাড়ি ফিরতে পারবে না, হুঁশিয়ারি উদয়নের

পৃথক রাজ্যের দাবি জানালে হাঁটু আস্ত নিয়ে বাড়ি ফিরতে পারবে না, হুঁশিয়ারি উদয়নের

সময় কলকাতা ডেস্ক: পুরভোটের আগে ফের বিস্ফোরক উদয়ন গুহ।তুফাগঞ্জ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে আলাদা রাজ্যের ইসুতে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ও জেলা নেতৃত্বকে আক্রমণ করে সুর চড়িয়েছেন তিনি। দলীয় প্রার্থীর প্রচারের সভামঞ্চ থেকে উদয়নবাবু তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, একথা পরিস্কারভাবে বলি যদি হিম্মত থাকে  ক্ষমতা থাকলে কুচবিহার জেলায় কোথাও মিছিল করে আলাদা রাজ্যের দাবি জানাবেন। হাঁটু আস্ত নিয়ে বাড়ি ফিরতে পারবেন না। আপনি থাকবেন এখানে আর আলাদা রাজ্যের দাবি করবেন তা করতে দেব না।

পৃথকরাজ্যের ইসুর পাশাপাশি তুফানগঞ্জের সভা থেকে মালতিরাভা রায় ও নিশীথ প্রামানিককেও একহাত নিয়েছেন উত্তরবঙ্গের বিতর্কিত তৃণমূল নেতা উদয়ন গুহ। তিনি বলেন, যতক্ষন মুখ্যমন্ত্রী ছিলেন ততক্ষন উনাদের সাহস হয়নি। উনি চলে যাওয়ার পর বিজেপির নেতারা মঞ্চে উঠে আলাদা রাজ্যের দাবি করেছেন। এরপরেই মালতিরাভা রায়কে কটাক্ষ করে উদয়নগুহ বলেন, আমাদের নেত্রী চলে যাওয়ার পর নেটিং ইন্দুরের মতো পৃথক রাজ্যের দাবি জানিয়েছেন। এবার মানুষ তার জবাব দেবে তুফানগঞ্জ পুরসভার ১২ টি আসনেই তৃণমূল প্রার্থীরা জয়ী হবে।তিনি বলেন, “দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি। সেখান থেকে তাঁকে মুছে ফেলা হয়েছে। অপর কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকেও মুছে ফেলার দায়িত্ব নিতে হবে মানুষকে’।পুরসভা ভোটের মুখে উদয়ন গুহের এই হুঙ্কারে বিপাকে কুচবিহারের তৃণমূল জেলা নেতৃত্ব। প্রসঙ্গত, এই প্রথম নয় এর আগেও একাধিকবার পৃথক রাজ্য গঠনসহ একাধিক ইসুতে উদয়নবাবুর মন্তব্যে বিপাকে পড়তে হয়েছে শাসক দলকে।

উদয়নবাবুর মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। বিজেপির কুচবিহার জেলা সভাপতি মালতি রাভা রায় বলেন, উনি গণতন্ত্রকে খুন করেছেন। দলেও উনি কোনঠাসা হয়ে পড়েছেন। তাই প্রচারের আলোয় আসতে মাঝেমধ্যে এই ধরনের ভুলভাল কথা বলছেন।

About Post Author