সময় কলকাতা ডেস্কঃ কলকাতা থেকে গত ১৫ ই ফেব্রুয়ারী দেউচা পচামী খোলা মুখ খনির বিরুদ্ধে ‘বিদ্বেষের রাজনীতি বিরোধী জনমঞ্চ’পদযাত্রা শুর করে।তাঁদের দাবী দেউচা পচামি খোলা মুখ কয়লা খনি, স্থানীয় বাসিন্দাদের জন্য একটি অকল্যাণকর প্রকল্প।তাই তারা চান এই খনি প্রকল্প বাস্তবায়িত যাতে না হয়।তাই তাঁরা কলকাতা থেকে পদযাত্রা করে জনমত তৈরীতে বেড়িয়ে পড়ছেন।ইতিমধ্যে হাওড়া,হুগলী,পুর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান হয়ে মিছিলটি পৌছোয় বীরভুমে।বর্তমানে এই মিছিলটি অবস্থান করছে শান্তিনিকেতনে।কবিগুরুর শান্তিনিকেতনে দাঁড়িয়ে ‘বিদ্বেষের রাজনীতি বিরোধী জনমঞ্চের আহ্বায়ক জয়রাজ দাবি করেন এই মিছিল আগামী ২১ শে ফেব্রুয়ারী দেউচা পচামীতে গিয়ে শেষ হবে।সেখানেই তারা মাতৃভাষা দিবস পালন করবেন দেউচা পচামীর মানুষকে বাঁচাতে। অন্য দিক রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের মদতে আদিবাসী মানুষ খনির সমর্থনে শুরু করেছে পথ অবরোধ।
ইতিমধ্যে ‘বিদ্বেষের রাজনীতি বিরোধী জনমঞ্চ’এর পদযাত্রার পাশে দাঁড়িয়েছে বাম সমর্থিত সাংস্কৃতিক সংগঠনগুলি।গতকাল তারা দেউচা পচামী খনির বিরুদ্ধে পদযাত্রায় সদস্যদের সংবর্ধনার আয়োজন করেছিল। বাম সমর্থিত সাংস্কৃতিক সংগঠনগুলি সেই সংবর্ধনা আয়োজন করে ছিল শান্তিনিকেতনের একটি রাস্থার ধারে।অভিযোগ বামদের সেই সংবর্ধনা অনুষ্ঠানে বাধা দেয় পুলিশ। এমনকি পুলিশ গিয়ে সংবর্ধনা মঞ্চের মাইকও বাজেয়াপ্ত করেছে বলে অভিযোগ আয়োজকদের। এইদিন সিপিআইএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ সহ তিন বাম নেতাকে গ্রেপ্তার করে বোলপুর থানার পুলিশ।
আদিবাসী নৃত্য শিল্পীদের নিয়ে বোলপুর শান্তিনিকেতন রোডের বকুলতলা মোড় থেকে শ্রীনিকেতন পর্যন্ত মিছিল করে মঞ্চের সদস্যরা।‘বিদ্বেষের রাজনীতি বিরোধী জনমঞ্চের সদ্যরা জানিয়েছেন তারা সেখান থেকে পাড়ুই হয়ে সিউড়ি যাবেন মিছিল নিয়ে।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সমর্থনে, দেউচা পচামী খোলা মুখ খনি তৈরীর দাবিতেই ,বীরভুমে নানান রাস্থায় শুরু হয় পথ অবরোধ।মূলত আদিবাসীদের নিয়ে শাসক দল পথ অবরোধে সামিল হয়।বোলপুর ইলামবাজার রোড ও বোলপুর সিউড়ী রোড, পাড়ুই এলাকাতে পথ অবরোধ করে রাখে তারা।‘দেউচা করব মোরা যতই বাধা দিস না তোরা’ ব্যানার নিয়ে শাসক দলের সমর্থনে রাস্তায় নামেন দেউচা পচামী খনির দাবিতে আন্দোলনকারীরা।শান্তিনিকেতন থেকে দেউচা যাওয়ার রাস্তাগুলি অবরুদ্ধ করে দেউচা পচামীর খনির সমর্থকরা।লক্ষ দেউচা পচামী বিরোধী আন্দোলনকারীরা যাতে না পৌছাতে পারে দেউচায়।
এযেন সিঙ্গুর আন্দোলনের পুনঃরাবৃত্তি।সেই সময় শাসক দল বামেরা চেয়েছিল সিঙ্গুরে টাটাদের কারখানা হোক।আর তৃণমূল কংগ্রেস সেই কারখানার বিরুদ্ধে শুরু করেছিল আন্দোলন।আর আজ শান্তিনিকেতনে দেউচা পচামীর খোলা মুখ খনিকে নিয়ে ফের ইতিহাসের পূনরাবৃত্তি হচ্ছে রাজ্যে। মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
More Stories
পুজোর আগেই রক্তাক্ত বীরভূম, কয়লাখনির বিস্ফোরণে মৃত ৭
গোপনে আপত্তিকর ভিডিও তুলে ব্ল্যাকমেইল, একাধিক বার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
জয়নগর কাণ্ডের ময়নাতদন্ত হবে আজ, মৃতদেহ নিয়ে পুলিশ হাজির কল্যাণী এমসে