সময় কলকাতা ডেস্কঃ সম্প্রতি ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে ধূপগুড়ি সহ গোটা বাংলা। যার জে্রে মৃত্যু হয় ৯জনের আহত হন একাধিক যাত্রী। ফলে প্রশ্নের মুখে পড়েছিল যাত্রী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এবার সেই যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই বিমানের আদলে লোকাল ও দূরপাল্লার ট্রেনেও বসতে চলছে ডেটা রেকর্ডার ব্ল্যাক বক্স। রেলের পরিভাষাতে যার নাম ক্রু অডিয়ো ভিডিয়ো-রেকর্ডিং সিস্টেম। এমনটাই জানালেন হাওড়া শাখার ডিআরএম মণীশ জৈন।
ট্রেনে দুর্ঘটনার কথা মাথায় রেখে অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি হচ্ছে বিশেষ এই ব্ল্যাক বক্স। ট্রেন দুর্ঘটনার পরে অনুসন্ধান করা হয় সেখানে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা । এবার থেকে সেই তথ্যও রের্কড করা থাকবে এই বিশেষ ব্ল্যাক বক্সে । অন্যদিকে ট্রেন দুর্ঘটনার পরে সবার আগে প্রশ্নের মুখে পড়তে হয় চালকের ভুমিকা নিয়ে। দুর্ঘটনার আগের মুহুর্তে চালকদের কথপোকথন কি ছিল তা এবার অডিও ভিস্যুয়াল আকারেও রের্কড করা থাকবে এই বিশেষ পরিষেবায়। কোনও দুর্ঘটনা ঘটলে প্রকৃত কারণ অনুসন্ধান করতে ব্ল্যাক বক্স বা ক্রু অডিয়ো ভিডিয়ো রেকর্ডিং সিস্টেমই ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, বলে মনে করছেন রেল আধিকারিকেরা। ভবিষ্যতে এই ব্যবস্থার মধ্যে দিয়ে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমবে বলে মত রেল দপ্তরের।
ইতিমধ্যেই আসানসোল ডিভিশনের ছ’টি ট্রেনে ও হাওড়া ডিভিশনের একটি ট্রেনে ব্ল্যাক বক্স বা ক্রু অডিয়ো ভিডিয়ো রেকর্ডিং সিস্টেম বসানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। এমনটাই জানান হাওড়া শাখার ডিআরএম মণীশ জৈন ।সম্প্রতি জানুয়ারি মাসে্র দ্বিতীয় সপ্তাহে এক ভয়ংকর রেল দুর্ঘটনা ঘটেছিল ময়নাগুড়ির দোমহনিতে। লাইনচ্যুত হয়েছিল গুয়াহাটি বিকানের এক্সপ্রেস। ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। সামনে এসেছে একাধিক তথ্য। আর এই ধরণের দুর্ঘটনা থেকেই শিক্ষা নিয়ে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বিমানের মতন ট্রেনেও এই পরিকল্পনা চালু করার কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
More Stories
মার্কিন যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে মানুষ পাচারের বিরুদ্ধে, এফআইআর রজু করল পাঞ্জাব পুলিশ
অনশন চালিয়ে যাচ্ছেন কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল, ১৪ ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার ও কৃষক নেতাদের মধ্যে বৈঠকের সম্ভাবনা
UPSC-তে দেশে প্রথম স্থান অধিকার করল শিলিগুড়ির ছেলে জয়দীপ রায়