Home » সিপিআইএমের সঙ্গে অন্য পার্টির পার্থক্য আছে, গৌতম দেব

সিপিআইএমের সঙ্গে অন্য পার্টির পার্থক্য আছে, গৌতম দেব

সময় কলকাতা ডেস্কঃ বহুদিন পর ফের রাজ্যের রাজনৈতিক আলোচনার মানচিত্রে উঠে এল প্রাক্তন সিপিআইএম নেতা গৌতম দেব।পুরসভা ভোটে সন্ত্রাসের বিরুদ্ধে শুক্রবার গৌতম দেব বলেন, আমাদের পার্টির সাথে অন্য পার্টির পার্থক্য আছে।এখনো যারা বোঝেনি কিছুদিনের মধ্যেই তারা বুঝে যাবেন।প্রসঙ্গত,সিপিএম নেতা সোমনাথ ভট্টাচার্যের লেখা বই ‘পার্টি সংগঠনের অ আ ক খ’ প্রকাশিত হয়।বইটির  প্রকাশিত হয় সিপিআইএম নেতা গৌতম দেব ও নেপালদেব ভট্টাচার্যের হাত ধরেই।বইটির প্রকাশক অনিরুদ্ধ চক্রবর্তী।যার দাম ধার্য করা হয়েছে মাত্র কুড়ি টাকা।

লেখক সোমনাথ ভট্টাচার্য জানান,এই বইটিতে কমিউনিস্ট পার্টি সংগঠনের সহজ কিছু নির্দেশাবলী উত্থাপন করার চেষ্টা করা হয়েছে।অন্ধকারকে দূর করে আলো জ্বালানোর সংকল্পের মাধ্যমে নিজেদেরকে কিভাবে আরো তৈরি করা য়ায়,সে বিষয়েই সহজ কিছু কথা বইটিতে বলা আছে।এছাড়াও বইটিতে উল্লেখ আছে,কমিউনিস্ট পার্টি কেন নেতাদের পার্টি?কমিউনিস্ট পার্টি কেন সম্মিলিত ইচ্ছার মূর্ত প্রতীক ?কেন সক্রিয় সদস্যেদের নিয়ে এই পার্টি গড়ে তুলতে হবে ?এর পাশাপাশি রয়েছে গণতান্ত্রিক কেন্দ্রিকতা ও ক্যাডার পলিসি নিয়ে,সাথে যে যে ঝোঁক গুলো পার্টিকে ক্ষতিগ্রস্ত করে সে বিষয়েও বইটিতে বলা হয়েছে।পার্টির শৃঙ্খলা ও নৈতিকতা বোধ নিয়েও খুব সুন্দর করে লেখা রয়েছে।

বইটির প্রথম পাতাতেই রয়েছে এই বই নিয়ে বিমান বসুর বক্তব্য।তিনি লেখেন‘রাজনীতিতে বেশ কিছু নতুন কর্মী যুক্ত হচ্ছে তাঁদের কাছে এই ছোট্ট বইটি অবশ্যই সহায়ক হবে।তার সাথে রাজনীতি,সংগঠন,আন্দোলন ও প্রচার মূলক কাজে যারা প্রাত্যহিক কমিউনিস্ট কার্যকলাপ পরিচালনা করছেন,তাঁদের সকলের কাছে এই বই সমাদৃত হবে বলেই তিনি প্রত্যাশা করছেন।বইটি সম্পর্কে নেপালদেব ভট্টাচার্য বলেন ‘ আমাদের মনে হয়েছে এখনকার দিনে এই বইটি সিপিআইএম পার্টি করার ক্ষেত্রে কর্মীদের খুবই কাজের হবে।অন্যদিকে গৌতম দেব বলেন, কমিউনিস্ট পার্টি কি চায়,এর নীতি কি,পার্টি সংগঠন কিভাবে করে এই বিষয়গুলি সহজ করেই লেখা এই বই।

About Post Author