Home » বসিরহাটে ৬০ বছরের বৃদ্ধের লালসার শিকার তৃতীয় শ্রেণির ছাত্রী, অভিযুক্ত পলাতক

বসিরহাটে ৬০ বছরের বৃদ্ধের লালসার শিকার তৃতীয় শ্রেণির ছাত্রী, অভিযুক্ত পলাতক

সময় কলকাতা ডেস্ক: প্রতিবেশী দাদুর লালসার শিকার তৃতীয় শ্রেণির ছাত্রী।বাড়িতে কেউ না থাকায় খেলতে আসা প্রতিবেশী ওই শিশুকে ছাদে নিয়ে গিয়ে সিরাজ মন্ডল নামে ওই প্রৌড় ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার ইটিন্ডা কৃষিপাড়া এলাকায় ব্যপক উত্তজনা ছড়িয়ে পড়ে। ঘটনার কথা জানাজানিন হওয়ার পরেই পরিস্থিতি বেগতিক বুঝে বাড়িতে তালা ঝুলিয়ে এলাকা ছাড়েন সিরাজ মন্ডল। পুলিশ অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দিনই প্রতিবেশী সিরাজ মন্ডলের বাড়িতে খেলতে যেত তৃতীয় শ্রেণির ওই ছাত্রী। কয়েক দিন আগে সেভাবেই তাঁর বাড়িতে খেলতে যায় ওই শিশু। কিন্তু ওই সময় বাড়িতে কেউ ছিল না।অভিযোগ ওই সময় ছাত্রীটিকে ছাদে নিয়ে যায় সিরাজ মন্ডল। এরপরেই তাকে যৌন লালসার শিকার বানায় বলে অভিযোগ ছাত্রী এবং ছাত্রীর পরিবারের।পাশাপাশি ঘটনার কথা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। ভয়ে শিশুটি প্রথমে বাড়িতে কিছু জানায় নি। কিন্তু একদিন পর শারিরিক অসুস্থতার পর ঘটনার কথা পরিবারের লোকেদের জানায়।ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্তের বাড়িতে চড়াও হয় এলাকার মানুষ। তবে তার আগেই অবস্থা বেগতিক বুঝে গা ঢাকাদেয় অভিযুক্ত বৃদ্ধ।নির্যাতিতা ছাত্রীর পরিবার বসিরহাট থানায় বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ নির্যাতিতা ছাত্রীকে বসিরহাট জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষা করায়। একই সঙ্গে বসিরহাট মহকুমা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে নির্যাতিতা গোপন জবানবন্দিও নেয়।  বৃদ্ধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি,নির্যাতিতা ছাত্রীর বাবা-মা ও গ্রামের বাসিন্দাদের।

 

 

About Post Author