Home » গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন জোড়াবাগানে

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন জোড়াবাগানে

সময় কলকাতা ডেস্ক:  রান্নার সময় আচমকাই ফেটে গেল গ্যাস সিলিন্ডার। তা থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে জোড়াবাগানের ময়দান বস্তিতে। বস্তি ও ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। কিছুক্ষনের মধ্যেই আগুনের লেলিহান শিখা ভয়াবহ আকার ধারন করে। খবর পেয়ে ধাপে ধাপে দমকেলর ১০ টি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয় বেশ কয়েক ঘন্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই তিনটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকায় বস্তি জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ জোড়াবাগান ময়দানে বস্তিতে রান্নার সময় আচমকাই একটি গ্যাস সিলিন্ডার ফেটে যায়। এরপরেই আগুন পার্শবর্তী বাড়িগুলিতে দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দমকলকে খবর দিল প্রথমে ৪ টি ও পরে ধাপে ধাপে মোট ১০ টি ইঞ্জিন ঘনাস্থলে হাজির হয়। কিন্তু বস্তির ঘিঞ্জি এলাকার কারণে আগুন নেভাতে দমকল কর্মীদের বেগ পেতে হয়।পাশে থাকা বাড়ির ছাদ থেকে কয়েক ঘন্টা চেষ্টা চালানোর পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে বাড়ির রান্নার গ্যাসের সিলিন্ডারটি ফেটে গেল পুলিশ ও দমকলকর্মীরা তা তদন্ত করে দেখছে।

About Post Author