সময় কলকাতা: জলপাইগুড়ির মাল ব্লকের মৃত ছাত্রীর বাড়িতে রাজ্য মহিলা কমিশন। শুক্রবার বিকেলে মৃত স্কুল ছাত্রীর বাড়িতে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় এবং জি আর পি ও মালবাজার থানার পুলিশ আধিকারিকেরা। সেখানে গিয়ে মৃত স্কুল ছাত্রীর বাবা এবং দাদার সাথে কথা বলেন কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়।
নিজের আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে নিঁখোজ হয়ে যায় মানবাড়ি চা বাগান এলাকার দশম শ্রেনীর এক ছাত্রী। এরপর গত ২৬ জানুয়ারি ওদলাবাড়ি রেল স্টেশনের কাছ থেকে ছিন্নভিন্ন অবস্থায় মেয়েটির দেহ উদ্ধার করে জি আর পি।
পরিবারের অভিযোগ তাদের মেয়েকে খুন করা হয়েছে। এরপর পরিবারের তরফে নিউ মাল জি আর পি তে অভিযোগ জানানো হলে ওদলা বাড়ি থেকে ঘটনায় গ্রেফতার হন এক যুবক।
এদিন, সমস্ত ঘটনা শুনে তিনি বলেন, ‘এ ব্যাপারে এখনো তদন্ত চলছে। যেহেতু ময়না তদন্তের রিপোর্টে সেভাবে কিছু পরিস্কার নয়, তাই বিভিন্ন তথ্য প্রমানে ওপর জোর দিতে হচ্ছে। তাই এই ঘটনার তদন্ত করতে সময় লাগছে।’
More Stories
পরিবারের অমতে বিয়ে করার কারণে মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করল পরিবার
আগামী সপ্তাহে ফুরফুরা শরিফ যাচ্ছেন মুখ্যমন্ত্রী , নবান্নে নওশাদের সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পরই সফর
‘যদি কেউ বলে আইপ্যাক থেকে এসেছি ‘ কী বললেন অভিষেক ?