Home » আজকের দিনের বিশেষ গুরুত্ব

আজকের দিনের বিশেষ গুরুত্ব

সময় কলকাতা ডেস্ক:

আজ ২০ ফেব্রুয়ারি। আজ বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস। 

জাতিসংঘের উদ্যোগে ২০০৭ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে। তার পর থেকে প্রত্যেক বছর ২০ ফেব্রুয়ারি পালন করা হয় এই দিবস।

যে কোন দেশের সমৃদ্ধির জন্য সেই দেশের মধ্যে শান্তি বজায় থাকাটা অত্যন্ত জরুরি। পাশাপাশি সেই দেশের সাথে অন্যান্য দেশের সম্পর্কও শান্তিপূর্ণ হওয়া উচিত বলে মনে করে এই সংস্থা। শান্তি বজায় থাকলেই একটি দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।

অন্যদিকে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বয়স বা সাংস্কৃতিক বৈষম্যের কারণে দেখা যায় যে কোন দেশের প্রান্তিক জনগোষ্ঠী সবসময় পেছনেই পড়ে থাকে। এজন্য একটি সমাজ, দেশ বা রাষ্ট্রে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা লাভ করা অত্যন্ত জরুরি বলে মনে করে জাতিসংঘ।

About Post Author