Home » তৃণমূলের তিনটে বাঁদর ছাড়া কিছু নেই, কটাক্ষ অর্জুনের

তৃণমূলের তিনটে বাঁদর ছাড়া কিছু নেই, কটাক্ষ অর্জুনের

সময় কলকাতা ডেস্ক: দলীর প্রার্থীর সমর্থনে প্রচারে বেরিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই শাসক দলকে নিশানা করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।রবিবার ভাটপাড়ার ১০ ও ১৫ নম্বর ওয়ার্ডের দলের প্রার্থীর হয়ে প্রচারে যান সাংসদ অর্জুন সিং।প্রচারের ফাঁকে সংবাদ মাধ্যমের প্রশ্নে তিনি  তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন,‘তৃণমূলের আছে তিনটে বাঁদর।ইলেকশন কমিশন,পুলিশ,গুন্ডা এই তিনটে বাঁদর ছাড়া ওদের কিছু নেই’।সুষ্ঠুভাবে মানুষ ভোট দিতে পারলে শুধু ভাটপাড়া নয় গোটা রাজ্যেই পদ্মফুল ফুটবে। কিন্তু দিদির বাঁদর ছানারা তা হতে দেবে না।

হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। দোরগোড়ায় কড়া নারছে পুরসভা নির্বাচন।পুরসভা ভোটের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারকে পাখির চোখ করছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই।দলের পরিচিত নেতাদের নিয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করছেন। তাই রবিবাসরীয় প্রচারে ভাটপাড়া পুরসভার ১০ ও ১৫ নম্বর ওয়ার্ডে ঝড় তুলতে অর্জুন সিংকে  মাঠে নামান বিজেপি প্রার্থীরা।বাজনা পার্টি ও আংটোসাঁটো কেন্দ্রীয় নিরাপত্তা বেস্টনীতে ভাটপাড়ার ১৫ নম্বর ওয়ার্ডের গোল ঘর থেকে ১ নম্বর ওয়ার্ডের কালিমন্দির হয়ে ১০ নম্বর ওয়ার্ড ঘুরে তিনি প্রচার শেষ করেন।সাংসদকে অভিনন্দন জানাতে ঘরের বাইরে বেরিয়ে আসেন স্থানীয় মানুষজন।


ভোট প্রচার সেরে তিনি বলেন, যেভাবে মানুষ সাড়া দিয়েছে বিজেপির হয়ে তাতে জয় নিশ্চিত। তিনি বলেন, সাধারণ মানুষ পদ্ম শিবিরকেই ভোট দেবে। মানুষ ভোট দিতে পারলে দুটি ওয়ার্ডেই বিজেপি প্রার্থীরা জয়ী হবেন বলে দাবি করেন সাংসদ অর্জুন সিং। পাশাপাশি  বিজেপিই বাংলাকে সন্ত্রাস মুক্ত বাংলা করবে বলে তিনি সাধারণ মানুষকে আশ্বাস দেন।

About Post Author