Home » ধারাবাহিক সাইকেল চুরির রহস্যের কিনারা

ধারাবাহিক সাইকেল চুরির রহস্যের কিনারা

সময় কলকাতা ডেস্ক : সাইকেল চুরির অভিযোগ কটা আর জমা পড়ে আজকাল! চাঁচলে কিন্তু চিত্রই অন্য,থানায় একের পর এক অভিযোগ দায়ের হচ্ছিল ইদানীং । লাগাতার সাইকেল চুরির ঘটনায় নড়েচড়ে বসে চাঁচল থানার পুলিশ ।তদন্তে নেমে তারা প্রথমেই বুঝতে চেষ্টা করেছিল কোথায় যাচ্ছে চুরির সাইকেল।আর এই সাইকেল চুরি চক্রের পান্ডাকে খুঁজে বের করার চেষ্টাও চলছিল পুরোদমে । সেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে গিয়ে চাঁচল থানার নজরদারী শুরু করে এই আধা-শহরের গোডাউন গুলিতে ।পুলিশের ধারনা হয়ে ছিল ধীর গতির এই যানকে হঠাৎ করে একটি একটি করে শহরের বাইরে নিয়ে গিয়ে কেউ বিক্রি করবে না।এই গুলি কোথাও একটা মজুত করা হচ্ছে। আর এই সন্দেহর ওপরে ভিত্তি ধরে চাঁচলের সাইকেল চুরি চক্র ধরতে মাঠে নেমে পড়ে পুলিশ ।

ঐ সব চুরি যাওয়া সাইকেলগুলো কোথায় যেত? সন্দেহ নিরসন করে ধাঁধার উত্তর খুঁজে বের করল মালদহের চাঁচল থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে চাঁচলের একটি গোডাউন থেকে একাধিক সাইকেল উদ্ধার করে চাঁচল থানার পুলিশ । ঐ গোডাউন থেকে শনিবার রাতেই বিভিন্ন কোম্পানির প্রায় ৩০টি সাইকেল উদ্ধার করে তারা। চাঁচল থানায় নিয়ে আসা হয় চুরি যাওয়া সাইকেলগুলিকে ।পুলিশের দাবী, উদ্ধার সাইকেলের বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।চেষ্টা চলছে চক্রের সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের খুঁজে বের করার।

চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছেন, যারা সাইকেল চুরির লিখিত অভিযোগ জানিয়েছেন, তাদের খবর দেওয়া হবে। উপযুক্ত নথি দেখেই সাইকেল গুলিকে মালিকের হাতে তুলে দেওয়া হবে। চাঁচল থানা পুলিশের পক্ষ থেকে সাইকেল উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা চাঁচলে মানুষের মনে এসে স্বস্তি।

About Post Author