Home » ব্যারাকপুরে যুব তৃণমূল সভাপতিকে মারধর,অভিযুক্ত বিজেপি

ব্যারাকপুরে যুব তৃণমূল সভাপতিকে মারধর,অভিযুক্ত বিজেপি

সময় কলকাতা ডেস্ক:   পুরসভা ভোটের দিন যত এগিয়ে আসছে,ক্রমশ উত্তপ্ত হচ্ছে ব্যারাকপুর।উত্তর ব্যারাকপুর পুরসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল মজুমদারের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার তৃণমূল যুব সভাপতি দীপঙ্কর সাহাসহ এক কর্মীকে মারধরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।রবিবার রাতে ব্যারাকপুর পুরসভার ৯নং ওয়ার্ডের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।


আহত তৃণমূলের যুব সভাপতি দীপঙ্করবাবু জানান, শনিবার রাতে একটি অনুষ্ঠান  থেকে তাঁরা ফিরছিলেন।ব্যারাকপুরের চালবাজারের বরফকলের কাছে বেশ কিছু দুষ্কৃতী তাঁদের বাইক থামিয়ে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে আচমকা মারধর শুরু করেন।গুরুতর জখম হন যুব সভাপতি দীপঙ্কর সাহা।সঙ্গী সমীর বসুকেও রাস্তায় ফেলে এলোপাথাড়ি মারধর করে দুষ্কৃতীরা।উত্তেজনা দেখে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।


আহত দুই তৃণমূল কর্মীকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বি এন বসু মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করেন।পুরসভা ভোটের আগে থেকেই এলাকায় সন্ত্রাস চালানো হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।যদিও শাসকদলের এই অভিযোগ মানতে নারাজ ব্যারাকপুর সাংগঠনিক জেলার সদস্য আবিষ্কার ভট্টাচার্য।তিনি বলেন, ‘সবেতেই বিজেপির নাম জড়ানোটা তৃণমূলের রোগে পরিণত হয়েছে’।এটা আর কিছুই নয় ওদের ভাগ বাঁটোয়ারার লড়াই।

About Post Author