Home » বিজেপি ভিক্ষা করার দল,কটাক্ষ ফিরহাদের

বিজেপি ভিক্ষা করার দল,কটাক্ষ ফিরহাদের

সময় কলকাতা ডেস্ক:  বিধানসভা নির্বাচনের পর থেকেই সিপিএম ও সংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে দিয়েছে। আর বিজেপি বিরোধী দলনেতা করার মতও ওদের লোক নেই। তাই পাল্টি খাওয়া নেতাকে বসাতে হয়েছে। মীরযাফরকে দিয়ে যারা বিরোধী দলনেতা করছে তাদের ভিক্ষা করা ছাড়া কোনও উপায় নেই। শনিবার সন্ধ্যায় বারুইপুর পুরসভায় ১৭টি ওয়ার্ডের রেলমাঠে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা থেকে বিরোধীদের এভাবেই নিশানা করলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। সভা থেকে নাম না করে বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারীকে নিরজাফর বলে কটাক্ষ করেন পরিবহণ মন্ত্রী।

নির্বাচনী সভা থেকে ফিরহাদসাহেব বলেন, বারুইপুরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুরসভার সহযোগিতায় উন্নয়ন হয়েছে। ড্রেন থেকে আলো সবই হয়েছে। এই পুরসভাকে বাংলার শ্রেষ্ঠ পুরসভায় পরিণত করতে নাগরিকদের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান পরিবহণ মন্ত্রী। এজন্য নির্বাচনের আগে ও পরে প্রতিটি কাউন্সিলরকে দায়েত্ব নিয়ে কাজ করতে হবে বলে নির্দেশ দেন কলকাতা কর্পোরেশনের মেয়র। তিনি বলেন, পরিষেবা নিয়ে সাধারণ মানুয়ের যাতে কোনও অসুবিধা না হয় তা লক্ষ্য রাখাই এখানকার জনপ্রতিনিধিদের কাজ হবে।

About Post Author