সময় কলকাতা ডেস্ক : বঙ্গোপসাগরে ঘূর্নাবর্তের জেরে ফের বৃষ্টিতে ভিজতে চলেছে বঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই শুরু হবে বৃষ্টি। ফলে এদিন সারাদিন মেঘাচ্ছন্ন থাকবে আকাশ।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯° সেলসিয়াস। বজ্র-বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা গোটা রাজ্যে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলিতে বৃষ্টির প্রভাব বেশি থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার সব জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে ভিজবে উত্তর ও দক্ষিণ বঙ্গের মোট ১৪টি জেলা। তবে সোমবার বৃষ্টির সম্ভাবনা থাকছে গোটা রাজ্যেই। শীত না বাড়লেও যে সমস্ত জায়গায় বৃষ্টি হবে সেখানে সামান্য কমবে তাপমাত্রা।
More Stories
দানার হানা, আতঙ্কে কাঁপছে বঙ্গ
ওড়িশা ও বাংলার দিকেই ছুটে আসছে ‘দানা’, কবে, কখন’ হতে পারে ল্যান্ডফল? জেনে নিন …
বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বাড়বে বৃষ্টি, উত্তরেও ভারী বর্ষণের পূর্বাভাস, কোথায় কেমন আবহাওয়া?